জড়িয়ে ধরার জন্য হবু বরের কাছ থেকে টাকা আদায় করলেন তরুণী
তাঁকে জড়িয়ে ধরেছিলেন তাঁর হবু বর। তখন সব ঠিকঠাক ছিল। কিন্তু বিয়ে ভাঙার পর জড়িয়ে ধরার ফি বাবদ ওই যুবকের কাছ থেকে মোটা টাকা নিলেন তরুণী।

তাঁদের বিয়ের সব স্থির হয়ে গিয়েছিল। ২ পরিবারের মধ্যেও যাবতীয় কথা হয়ে গিয়েছিল। ২ পরিবারের লোকজন নিজেদের মধ্যে মিলেমিশে গিয়েছিলেন। এরমধ্যেই ২ জনের বাগদানের অনুষ্ঠান হয়। বেশ ঘটা করেই হয় অনুষ্ঠান। অনেকে নিমন্ত্রিতও ছিলেন। সেখানে ছবিও তোলা হয়।
বাকি ছিল বিয়েটা। সেটা কেবল সময়ের অপেক্ষা। ২ পরিবার বিয়ের জন্য তৈরি। এমন সময় আচমকাই ওই তরুণী জানান তিনি এ বিয়ে করবেননা। কেন বিয়ে করবেননা তার যুক্তিও দেন ওই তরুণী।
তাঁর মতে, তাঁর হবু স্বামী যিনি হতে চলেছেন তিনি একটু বেশিই সৎ। তাছাড়া তাঁর রোজগারও যথেষ্ট নয় বলেই মনে হয়েছে ওই তরুণীর। তাই এ বিয়ে তিনি করবেননা।
তরুণীর এই শেষ মুহুর্তে বিয়েতে না করে দেওয়াটা মোটেও ভাল চোখে নিতে পারেনি হবু বরের পরিবার। তবে কোনও জটিলতা তৈরি হয়নি। কেবল বরপক্ষের তরফে বলা হয় বিয়ের জন্য কনের হাতে যে টাকা তুলে দেওয়া হয়েছিল তা তাঁকে ফেরত দিয়ে দিতে হবে।
ওই তরুণী না করেননি। তিনি রাজি হয়ে যান টাকা ফেরত দিতে। কিন্তু তারমধ্যে একটা টাকা তিনি কেটে নেবেন বলে জানিয়ে দেন। যেহেতু ওই যুবকের সঙ্গে তাঁর বিয়েই হচ্ছেনা, তাই তাঁকে ছবি তোলা সহ নানা সময়ে জড়িয়ে ধরার মূল্য বাবদ একটি টাকা তিনি কেটে নেবেন। এই আজব যুক্তি মুখে মুখে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
যাঁর সঙ্গে তাঁর বিয়ের সব ঠিকঠাক ছিল তাঁর কাছ থেকে জড়িয়ে ধরার ফি বাবদ টাকা আদায়ও করেন ওই তরুণী। চিনের হেনান প্রদেশের এই বিয়ে ভাঙা এবং প্রাক্তন হবু স্বামীর কাছ থেকে জড়িয়ে ধরার জন্য টাকা আদায়ের কাহিনি বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নেয়। সাউথ চায়না মর্নিং পোস্ট এই সংবাদটি সামনে আনে।
প্রসঙ্গত চিনে একটি রীতি আছে যা অনুযায়ী বিয়ে স্থির হলে কনেকে একটি টাকা বরপক্ষের তরফ থেকে প্রদান করা হয়। এজন্য চিনের মুদ্রায় যে অর্থ ওই বরপক্ষের তরফে কনেকে দেওয়া হয়েছিল তা ছিল ২১ লক্ষ টাকার কিছু বেশি। তার বাকিটা ফেরত দিলেও ওই তরুণী জড়িয়ে ধরার ফি বাবদ ৪ লক্ষ টাকার মত কেটে নিয়েছেন।