World

মানুষের ভিড়ে আকাশ থেকে ঝরল আগুনের গোলা, যে যেদিকে পারলেন ছুটলেন

সে এক হাড় হিম করা পরিস্থিতি। আকাশ থেকে ঝরে পড়ছে অগুন্তি আগুনের গোলা। কার ওপর পড়বে কোথায় পড়বে ঠিক নেই। আগুন থেকে বাঁচতে যে যেদিকে পারলেন ছুটলেন।

আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের গোলা। যেখানে আছড়ে পড়ছে সেখানেই আগুন জ্বলে উঠছে। অনেক জায়গায় তখন ওই গোলা আগুন ধরিয়েও দিয়েছে। এরমধ্যেই ওই গোলার হাত থেকে বাঁচতে যে যেদিকে পারছেন ছুটছেন মানুষজন।

এক জায়গায় এত মানুষের সমাগম। ফলে সেই ভিড়ে কার যে মাথার ওপর গোলা আছড়ে পড়বে তা কেউ জানেননা। এদিকে বৃষ্টির মত আগুনের গোলা ঝরতেই থাকছে।

অনেকে তো বসার চেয়ার তুলে মাথা ঢেকে ছুটলেন। অগ্নিগোলক পড়লে যাতে চেয়ারের ওপর পড়ে। সকলেই মাথার ওপর একটা ঢাকা চাইছেন। যাতে আগুনের গোলার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

এমন ভয়ংকর পরিস্থিতি যে তৈরি হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। সকলেই হাজির হয়েছিলেন আতসবাজি আর ড্রোনের রোশনাই দেখতে। অন্ধকার আকাশের বুকে রঙিন আলোর খেলা দেখতে নেহাত কম ভিড় হয়নি বিশাল মাঠে।

শুরু হয় সেই প্রদর্শনী। আর তখনই একটি আতসবাজি ভুল ভাবে জ্বলতে শুরু করে। যা থেকে প্রচুর আগুনের গোলার মত মাঠে এবং তার আশপাশে ঝরে পড়তে থাকে। যা সংখ্যায় ছিল অগুন্তি।

দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে আগুনের গোলা ছুঁড়ে আক্রমণ হানা হয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশের লিউয়াং শহরে। উদ্যোক্তারা প্রাথমিক ভাবে মনে করছেন অতিরিক্ত শুকনো আবহাওয়াই এই অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করে।

যদিও একাংশের মানুষ তা মানতে নারাজ। তাঁরা উদ্যোক্তাদের সাবধানতার অভাবের দিকে আঙুল তুলছেন। একটাই ভাল খবর যে এই বিপুল সংখ্যক আগুনের গোলায় অনেক জায়গায় আগুন লাগলেও কোনও মানুষের বড় ধরনের ক্ষতি হয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *