World

বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করতে গিয়ে সপাটে চড় খেলেন যুবতী

এক বৃদ্ধ হাতে ব্যাগ নিয়ে রাস্তা পার হতে পারছিলেননা। তাঁকে সাহায্য করতে এগিয়ে যান যুবতী। কিন্তু ফল হয় উল্টো। বৃদ্ধের হাতে সপাটে চড় খেলেন তিনি।

রাস্তা পার হতে গিয়ে অনেক সময়ই বয়স্ক মানুষজন থতমত খেয়ে থাকেন। তার ওপর যদি হাতে ভারী কিছু থাকে তাহলে তো কথাই নেই। এমনই এক বৃদ্ধ রাজপথ পার করার চেষ্টা করছিলেন। রাস্তায় তখন অনেক গাড়ি।

বৃদ্ধ যে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করছিলেন তেমনটাও নয়। ফলে গতিতে থাকা গাড়িগুলি তাঁকে রাস্তা ছাড়ছিল না। বৃদ্ধ হাতে ভারী ব্যাগ নিয়ে কিছুতেই রাস্তা পার হতে পারছিলেননা।

তাঁর অবস্থা দেখে তাঁকে সাহায্য করা উচিত বলে মনে করেন এক যুবতী। তিনি গাড়িতে ছিলেন। সেই গাড়ি থামিয়ে ওই যুবতী গাড়ি থেকে নেমে এগিয়ে যান বৃদ্ধের দিকে। তারপর তাঁকে ধরে সাহায্য করার চেষ্টা করেন যাতে তিনি রাস্তাটা পার করতে পারেন।

এই পর্যন্ত সব ঠিক ছিল। মানবিকতা যে এখনও বেঁচে আছে কিছু মানুষের মনে সেটা আরও একবার প্রমাণ করলেন ওই যুবতী। কিন্তু তার ফল কি হল?

যুবতী বৃদ্ধকে ধরে রাস্তা পার করানোর চেষ্টা করতেই ওই বৃদ্ধ ঘুরে তাকিয়ে সপাটে ওই যুবতীকে একটা চড় কষিয়ে দেন। চড়ের জোর এতটাই ছিল যে যুবতীর চোখে থাকা চশমা উড়ে গিয়ে পড়ে রাস্তায়। তিনি বৃদ্ধের আচরণে হতবাক হয়ে নিজের চশমাটি কুড়িয়ে নেন।

পরে ওই যুবতী তাঁর স্বামীকে সঙ্গে করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ওই বৃদ্ধকে খুঁজে বার করে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। ঘটনাটি ঘটেছে চিনের গানসু প্রদেশের লানঝু শহরে।

চিনের সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়ায় এই ঘটনার ভিডিও। যা চিনের সংবাদমাধ্যমগুলিতেও জায়গা করে নেয়। চিনের সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে এই খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তারপর তা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে জায়গা করে নেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *