World

অসম্ভবকে সম্ভব করে মাত্র দেড় দিনের মধ্যেই তৈরি হয়ে গেল ১০ তলা বাড়ি

বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ঘুরতে থাকা কতকিছু দেখেই মানুষের চোখ ছানাবড়া হয়ে যায়। এমনটা হয় যখন দেড় দিনে তৈরি হয়ে যায় ১০ তলা বাড়ি।

বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। চোখের নিমেষে যেকোনও বড় নির্মাণও ধূলিসাৎ হয়ে যেতে পারে। কিন্তু সামান্য একটা ভিত গড়তেই যেখানে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় সেখানে কিভাবে মাত্র কয়েক ঘণ্টায় একটা ১০ তলা বাড়ি তৈরি হয়ে যায়।

এটাই সম্ভব করে দেখিয়েছে চিনা প্রযুক্তি। যেখানে এক একটি ১০ তলা বাড়ি তৈরি করতে ন্যূনতম ৬ মাস সময় লাগে সেখানে চিন মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটে একটা গোটা ১০ তলা ভবন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে।

গগনচুম্বী না হলেও যেকোনও সাধারণ ভবন নির্মাণেও অনেক সময় কয়েক বছর কেটে যায়। তবে চিনের নির্মাণ সংস্থা বোর্ড গ্রুপ এই কথা মানে না। তারা উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে কমসময়ে টেকসই নির্মাণে বিশ্বাসী।

সংবাদমাধ্যমকে সংস্থা জানিয়েছে এই ১০ তলা আবাসিক ভবনটি নির্মাণের আগেই পরিকল্পনা মাফিক গোটা বাড়ির পুরো কাঠামো তৈরি করা হয়েছিল। এরপর নকশা অনুযায়ী বাড়ির প্রতিটি অংশ আলাদাভাবে কারখানায় তৈরি করা হয়। একে বলা হয় প্রি-ফ্যাব্রিকেটেড মডিউলার নির্মাণ।

এই পদ্ধতিতে বাড়ির বিভিন্ন অংশকে কারখানা থেকে নির্মাণ স্থলে এনে বোল্ট টুগেদার পদ্ধতিতে খুব দ্রুত জুড়ে দেওয়া হয়। বোর্ড গ্রুপের তৈরি এই মডিউলার নির্মাণের নাম ‘লিভিং বিল্ডিং সিস্টেম’। এই পরিবেশ বান্ধব নির্মাণ পদ্ধতিতে প্রতি ঘণ্টায় প্রায় ৩টি তলা একত্রিত করা হয়।

সংস্থা অভয় দিয়ে জানিয়েছে, গণিতের হিসাব উল্টে এত কমসময়ে তৈরি হলেও বাড়িটি যথেষ্ট মজবুত। ভূকম্পন নিরোধক। সময় সাশ্রয়ী অথচ মজবুত এই নির্মাণটির ফিনিশিংও অত্যন্ত সুন্দর। এই প্রকল্পটিকে তাই নির্মাণের ক্ষেত্রে বিপ্লব বলে আখ্যা দেওয়া হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *