SciTech

১ ঘণ্টার ওপর ভূমিকম্প, একের পর এক ধস, কোথায় হয় জানালেন বিজ্ঞানীরা

ভূমিকম্প কয়েক সেকেন্ডেই তাণ্ডবলীলা চালাতে পারে। সেখানে ১ ঘণ্টার বেশি সময় ধরে ভূমিকম্প। তার জেরে ভয়ংকর ধস। কোথায় হয় এসব। খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

ভূমিকম্প সর্বদাই ভয়ংকর। যা কিছু গড়তে পারেনা। কেবল ধ্বংস করে। ভূমিকম্পের জেরে ধস নামে। একের পর এক ধস। এখানে আবার ভূমিকম্প চলে ১ ঘণ্টার ওপর।

পৃথিবীতে ভূমিকম্প হয় কিছু সেকেন্ডের জন্য। তাতেই ক্ষয়ক্ষতি ভয়ংকর পর্যায়ে পৌঁছে যায়। সেখানে যদি ১ ঘণ্টা ধরে ভূমিকম্প হয় তাহলে তো আর কিছুই আস্ত থাকবেনা।

আস্ত থাকতও না। যদি সেখানে কোনও প্রাণ বা নির্মাণ থাকত। কিন্তু চাঁদে ভূমিকম্পে সেই ভয়টা থাকেনা। তবে চাঁদে এই দীর্ঘ সময়ের ভূমিকম্পের জেরে ধস নামে। অনেক ধস নামে। তার ধ্বংসাত্মক চেহারাও নজরকাড়া হয়। চিনের একদল বিজ্ঞানী এমনটাই জানতে পেরেছেন।

চিন ২০৩৫ সালের মধ্যে চাঁদে তাদের একটি গবেষণাগার তৈরি করতে চায়। ফলে সেখানে মহাকাশচারীদের যাতায়াত লেগে থাকবে। কিন্তু চাঁদের ভূমিকম্প চাঁদের বুকে অবতরণ করা মহাকাশযানের জন্য মোটেও ভাল খবর নয়।

যে মহাকাশচারীরা সেখানে পৌঁছবেন তাঁদের পক্ষেও এই সব কম্পন দুঃস্বপ্ন ডেকে আনতে পারে। সেটা নিয়েই আপাতত চিন্তায় বিজ্ঞানীরা। চাঁদের ভূমিকম্পের কথা এবং তার জেরে ধসের কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়।

আগামী দিনে ভারত সহ যেসব দেশ চাঁদে মানুষ পাঠানোর কথা ভাবছে, তাদের জন্য এই চাঁদের ভূমিকম্প ও তার ফলে চাঁদের বুকে ভয়ংকর সব ধসের তথ্য নতুন চিন্তার কারণ হল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *