World

ওজন কমাও, বাড়তি টাকা পাও, কর্মীদের জন্য অভিনব অফার দিল সংস্থা

কর্মীদের উদ্বুদ্ধ করতে নানা উপায় অবলম্বন করে বিভিন্ন সংস্থা। এবার তাঁদের ফিটনেসের কথা মাথায় রেখে ওজন কমিয়ে বাড়তি রোজগারের হাতছানি দিল একটি সংস্থা।

Published by
News Desk

কর্মীদের জন্য ওজন কমিয়ে অর্থ রোজগারের একটা অভিনব অফার দিল একটি সংস্থা। সংস্থা একটি অফার দিয়েছে তার সংস্থায় কর্মরত কর্মীদের জন্য। প্রতিটি সপ্তাহে তাঁদের ওজন মাপা হবে।

যদি কেউ ১ সপ্তাহের মধ্যে অর্ধেক কেজি ওজন কমাতে পারেন, অর্থাৎ ৭ দিনে ৫০০ গ্রাম ওজন কমাতে সক্ষম হন তাহলে তিনি পাবেন ৭০ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৬ হাজার টাকার কিছু বেশি।

এভাবে তাঁকে প্রতি সপ্তাহে একবার করে ওজন করা হবে। প্রতিবারই ওজনটা গুরুত্বপূর্ণ। কারণ ওই কর্মীই যদি ১ সপ্তাহে ওজন বাড়িয়ে ফেলেন তাহলে আবার তাঁকে জরিমানার মত টাকা গুনতে হবে।

শর্ত হল যদি দেখা যায় কোনও ১ সপ্তাহে ৫০০ গ্রাম ওজন বাড়িয়ে ফেলেছেন তাহলে তাঁকে সংস্থাকে টাকা দিতে হবে। ১ সপ্তাহে ৫০০ গ্রাম ওজন বৃদ্ধি মানে তাঁকে গুনতে হবে ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা।

প্রতি সেশনের জন্য ৩০ জন করে কর্মীকে বেছে নেয় সংস্থা। প্রতিবছর বদলে যান কর্মীরা। বিখ্যাত সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে।

চিনের ওই সংস্থার কর্মীরা চেষ্টা করেন তাই ফিট থাকতে। ওজন কমাতে। যাতে অতিরিক্ত অর্থ রোজগার করা সম্ভব হয়। এভাবে ভাল টাকা রোজগারও করেছেন অনেকে। তাতে তাঁদের পকেটও ভরছে আবার সুস্থ ও সুন্দর ভাবে বাঁচার রাস্তাও খুলছে। স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করছেন তাঁরা।

Share
Published by
News Desk
Tags: China