আশ্চর্য রক্ষার পর সেখানেই ছেঁড়া কাপড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন যুবক যুবতী
তাঁরা যে বেঁচে গেছেন তা তাঁরাও হয়তো বিশ্বাস করতে পারছিলেননা। কিন্তু বেঁচে যাওয়ার পর তাঁরা আচমকাই স্থির করেন এখনই বিয়ে করবেন।

প্রেমিকাকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাঁদের সামনে পড়ে। যুবক গাড়ি নিয়ে ট্রাকটিকে পাশ কাটানোর চেষ্টা করেন।
ট্রাকটিকে যখন যুবক পাশ কাটানোর চেষ্টা করেন তখন তাঁর গাড়ি ট্রাকের পিছনের চাকার পাশে। ঠিক সেই সময় আচমকাই ট্রাকের পিছনের চাকাটি ফেটে যায়। ট্রাকটি তখনই টাল হারায়।
এদিকে ট্রাকটি প্রায় গাড়ির ওপর এসে পড়ে। গাড়িটিও এরফলে দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু সবকিছু হওয়ার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে যুবক যুবতী বেরিয়ে আসেন। সামান্য কিছু চোট বাদ দিলে কার্যত অক্ষত অবস্থায় তাঁরা বেরিয়ে আসেন। তবে তাঁদের জামাকাপড় কিছু জায়গায় ছিঁড়ে যায়।
তাঁরা যে এত বড় দুর্ঘটনার পর কার্যত অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছেন এটা দেখে স্থানীয় মানুষ থেকে পুলিশ সকলেই হতবাক হয়ে যায়। এমনকি ওই যুবক যুবতীও বিশ্বাস করতে পারছিলেননা যে তাঁরা বেঁচে আছেন।
এমন এক আশ্চর্য রক্ষার পর আচমকাই ২ জনে স্থির করেন তাঁরা বিয়ে করবেন। আর সেটা তখনই করবেন। ওই অবস্থাতেই করবেন। প্রাথমিকভাবে এটা স্থির করার পর অবশ্য ওই যুবতী একটু ইতস্তত করতে থাকেন।
তাঁর একেবারেই এটা ভাল লাগছিল না যে বিয়ের পোশাক না পরে তিনি পরনের ছেঁড়া পোশাকে বিয়ে করবেন। সেকথা তিনি জানানও। তাঁর সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অবশেষে এই ঘটনার ৩ দিন পর বিয়ের সাজে সেজেই ২ জনে বিয়ে করেন।
চিনের শাংজি প্রদেশ থেকে শানডং-এ যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই এই আশ্চর্য রক্ষা ও ২ জনের বিয়ের খবরটি প্রকাশিত হয়।