কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে আইনজ্ঞ, প্রতীকী ছবি
তাঁর ছেলের বয়সই ৫৭ বছর। দেশের এক অন্যতম ধনীর কাছ থেকে মোটা অর্থ আদায় করতে জাল বিছানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর্থিক দুর্নীতিরও অভিযোগ ওঠে। পুলিশে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
পুলিশ তাঁকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতে আত্মপক্ষ সমর্থনে ওই ব্যক্তি এক আইনজীবীকে নিযুক্ত করেন। কিন্তু ধৃতের বৃদ্ধা মা ছেলেকে এতটাই স্নেহ করেন যে তিনি অন্য কারও ওপর ভরসা করতে পারেননি।
বৃদ্ধা ছেলেকে মুক্ত করতে কেবল নিজের ওপর ভরসা রাখেন। শুরু করেন পড়াশোনা। আইন নিয়ে পড়াশোনা। খুব সঠিক করে বললে ক্রিমিনাল কেস নিয়ে পড়াশোনা।
বাড়িতেই বিভিন্ন আইনের বই নিয়ে এসে তিনি পড়তে থাকেন। ৯০ বছর বয়সে এক মায়ের ছেলেকে ছাড়ানোর জন্য এই অদম্য লড়াই খবর হতে সময় নেয়নি। চিনের ঝেঝিয়াং প্রদেশের এই ঘটনা চিনে আলোড়ন ফেলে দেয়।
সাউথ চায়না মর্নিং পোস্ট নামে সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়েও আলোড়ন পড়ে যায়। ওই বৃদ্ধা ছেলের প্রতিটি শুনানিতে অশক্ত দেহেও হাজির হতে থাকছেন।
ছেলে যে আইনজীবীকে নিযুক্ত করেছেন তাঁর সঙ্গে আলোচনা করে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা। ছেলের প্রতি এই ভালবাসা, ৯০ বছর বয়সেও তাঁর আইন নিয়ে মন দিয়ে পড়াশোনা, বৃদ্ধাকে রাতারাতি চর্চার প্রাণকেন্দ্রে তুলে এনেছে।