World

আধঘণ্টার বেশি মোবাইল নয়, শুনেই বিখ্যাত মন্দির ছাড়লেন ৩০ জন সন্ন্যাসী

বিখ্যাত বৌদ্ধ মন্দির শাওলিন টেম্পল ছেড়ে চলে গেলেন ৩০ জন সন্ন্যাসী ও কর্মী। আধঘণ্টার বেশি মোবাইল নয় শুনেই এই সিদ্ধান্ত নিলেন তাঁরা।

বিখ্যাত বৌদ্ধ গুম্ফা শাওলিন টেম্পল ছেড়ে চলে গেলেন ৩০ জন। যাঁরা সেখানে সন্ন্যাসী ও কর্মী হিসাবে ছিলেন। চিনের হেনান প্রদেশের অতি পরিচিত শাওলিন টেম্পল বিখ্যাত তার বৌদ্ধ ধর্মচর্চা ও মার্শাল আর্টসের জন্য।

এখানে সন্ন্যাসীদের কঠোর নিয়মের মধ্যে দিন কাটাতে হয়। আগে যিনি ওই মন্দিরের দায়িত্বে ছিলেন তিনি সরে যাওয়ার পর এখন যিনি এসেছেন তিনি শাওলিন মন্দিরে চলা বেশ কিছু প্রবণতায় রাশ টানতে চান।

জানিয়ে দেন এখানে থাকতে গেলে মোবাইল সারা দিনে আধঘণ্টার জন্য পাওয়া যাবে। সকলকে চাষাবাদ করতে শিখতে হবে। ধর্মাচরণের নিয়ম মানতে হবে। ভোর সাড়ে ৪টের সময় প্রতিদিন প্রার্থনার জন্য হাজির হতে হবে।


মন্দিরে তৈরি হওয়া দোকানও বন্ধ করে দেন তিনি। যাবতীয় বাণিজ্যিক প্রদর্শন বন্ধ করে দেন। এছাড়াও শাওলিন টেম্পলে চলতে থাকা কিছু প্রবণতায় পরিবর্তন আনেন ৫৯ বছরের শি ইনলে।

যা কার্যত মানতে পারেননি এখানে থাকা অনেক সন্ন্যাসী ও কর্মী। ৩০ জন কর্মী এখান থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে সাউথ চায়না মর্নিং পোস্ট নামে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে।

শাওলিন টেম্পল কিন্তু বিশ্বজুড়ে প্রসিদ্ধ সেখানকার বিশেষ মার্শাল আর্টসের ধরনের জন্য। কুংফুকে একেবারে নিজেদের মত করে অনুশীলন করেন শাওলিন সন্ন্যাসীরা। শাওলিন টেম্পল নিয়ে সিনেমাও হয়েছে। যা রীতিমত নজর কাড়ে সারা বিশ্বের। জনপ্রিয়ও হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *