World

১৩ বছর ধরে আলো নেভান না দোকানের মালকিন, কারণটা মন ভাল করে দেবে

১৩ বছর আগেই এই দোকানটি তৈরি হয়েছিল। দোকানটি শুরুর ১ মাস পর থেকেই দোকানের আলো সর্বক্ষণ জ্বালিয়ে রাখেন দোকানের মালকিন।

সন্ধে নামার পর সেই যে দোকানের আলো জ্বলে ওঠে, তারপর থেকে তা আর নেভানো হয়না। দোকান বন্ধ হলে দোকানের মধ্যের আলো নিভলেও জ্বলতে থাকে দোকানের সামনের আলো। এর এভাবেই কেটে গেছে ১৩ বছর।

সারারাত দোকানের সামনে আলো জ্বলতে থাকে। বিদ্যুতের অপচয় তো! বিদ্যুতের বিলও তো বেশি গুনতে হবে! তা সত্ত্বেও কেন এই আলো জ্বালানো?

উত্তরটা অবশ্যই যে কোনও মানুষের মন ভাল করে দেবে। ওই মালকিন মহিলা তো এখন শহরে স্ট্রিট লাইট আন্টি নামে পরিচিত হয়ে গেছেন।


দোকানটি খোলা হয় ২০১২ সালে। দোকানটি খোলার পর দোকানে আসা কয়েকজন তরুণী দোকানের মালকিনকে জানান, কাজ থেকে বাড়ি ফিরতে রাত হয়ে গেলে তাঁর দোকানের আলো তাঁদের ভরসা দেয়। সাহস যোগায়। যে কোনও অঘটন থেকে বাঁচায়।

একথা শোনার পর ওই দোকানের মালকিন স্থির করেন রাতে বাড়ি ফেরা মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে তিনি দোকান বন্ধ হলেও দোকানের সামনের আলো জ্বালিয়ে রাখবেন। যা রাস্তা এবং ফুটপাথে গিয়ে পড়বে। সাহস যোগাবে অনেক রাতে বাড়ি ফেরা মহিলাদের।

তারপর থেকে ১৩ বছরে আর কখনও দোকানের সামনের আলো সূর্যের আলো ফোটার আগে নেভে না। তাঁর এই ভাবনার জন্য সর্বত্র ওই দোকানের মালকিন প্রশংসিত হন। চিনের হুনান প্রদেশের ওই মহিলার এই আলো জ্বেলে রাখার খবর সাউথ চায়না মর্নিং পোস্ট নামে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *