World

বাবার সম্পত্তি নিয়ে ভাইবোনে ঝগড়া, যা জানা গেল তা এক কথায় সিনেমা

এক ব্যক্তি তাঁর বিপুল সম্পত্তি রেখে পরলোক গমন করেন। এদিকে তাঁর সম্পত্তির ভাগ নিয়ে ভাইবোনে ঝগড়া লাগে। যা আদালতে পৌঁছনোর পর আরও ভয়ংকর বিষয় সামনে এল।

বাবা ইহলোক ত্যাগ করার পরই ভাইবোনে লাগল সম্পত্তি নিয়ে ঝগড়া। প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি। মুখের কথা নয়। ভাই তো কাগজ দেখিয়ে জানিয়ে দেন বাবা তাঁকেই সম্পত্তি দিয়ে গেছেন। তাঁর বোন আদপেও তাঁর বাবা মায়ের সন্তান নন। তাঁকে দত্তক নেওয়া হয়েছিল।

এদিকে বোনও ছাড়ার পাত্রী নন। তিনি আবার আদালতে পৌঁছে যান এই দাবি নিয়ে যে তাঁদের বাবা যে সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে গেছেন তাতে তাঁর মায়েরও ভাগ আছে। এসব জটিলতা নিয়ে আদালতে শুনানি চলতে থাকে।

এদিকে এরমধ্যেই বোন একটি কাগজ আদালতে পেশ করেন। সেখানে তিনি এটা প্রমাণ করে দেন যে তিনি যেমন বাবা মায়ের দত্তক সন্তান, তেমনই তাঁর ভাইও তাঁদের নিজেদের সন্তান নন। তিনিও দত্তক সন্তানই। এতে যা দাঁড়ায় তাতে ভাইবোন ২ জনই আসলে দত্তক নেওয়া। কেউই তাঁদের বাবা মায়ের জৈবিক সন্তান নন।

আদালত সব কাগজপত্র খতিয়ে দেখার পর অবশ্য রায় ভাইয়ের পক্ষেই দিয়েছে। কারণ তাঁর বাবা জীবনাবসানের আগে ছেলের নামেই সম্পত্তি লিখে দিয়ে গেছেন। যেহেতু তাতে এটাও রয়েছে বোনকে ক্ষতিপূরণ দিতে হবে ভাইকে।

তাই আদালত সেই অর্থ ভাইকে তাঁর বোনকে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে। ঘটনাটি আলোড়ন ফেলে দিয়েছে চিনে। চিনের তিয়ানজিন শহরের বাসিন্দা এই ভাইবোনের খবর সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অন্য অনেক সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *