World

সুইমিং পুলের মধ্যে অফিস, অবাক করা সেই অফিসে কাজে ব্যস্ত কর্মীরা

সুইমিং পুলে মানুষ সাঁতার কাটেন। বিশেষত শহুরে মানুষ। সেই সুইমিং পুল যদি হঠাৎ অফিসে পরিণত হয় তখন তো অবাক লাগবেই।

Published by
News Desk

সুইমিং পুল বললেই সকলের সামনে ভেসে ওঠে একটি ঘেরা জায়গায় জল ভরা। সেখানে সাঁতার কাটছেন অনেকে। নদী, পুকুর বা দিঘির জলে নয়, শহুরে মানুষ সাঁতার কাটার জন্য বেছে নেন সুসজ্জিত সুইমিং পুলকে। যা এখন অনেক কমপ্লেক্সের মধ্যেও থাকে।

সেখানে ওই আবাসনে বসবাসকারীরা যখন ইচ্ছা এসে সাঁতার কাটেন। জলে সময় কাটান। সুইমিং পুল যেহেতু তৈরি করা হয়, তাই তার গভীরতা তেমন হয়না। সাধারণত গলা অবধি জল সর্বোচ্চ হয়ে থাকে।

সেই সুইমিং পুলে সাঁতার কাটলে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু সেখানে অফিস! এটা অবাক করতেই পারে। কিন্তু একটি অফিস চলছে সুইমিং পুলেই। সুইমিং পুলকেই অফিসের রূপ দিয়েছে একটি সংস্থা। সুইমিং পুলটি সংস্থারই। সংস্থার সকলের জন্য সুইমিং পুল, জিম সবই রয়েছে।

তাদের সেই সুইমিং পুল গত ২ মাস ধরে সেই সংস্থার অফিসে পরিণত হয়েছে। সুইমিং পুলে অবশ্য জল নেই। তবে যেখানে জল ভরে থাকে সেখানেই নেমে অফিসের ডেস্ক তৈরি হয়েছে। সেখানে বসে কাজ করছেন সকলে।

ওঠার হলে সুইমিং পুলে যে রেলিং ও সিঁড়ি করা থাকে, তাই বেয়ে উঠতে হচ্ছে উপরে। ৫ ফুট গভীর সুইমিং পুলের তলদেশেই চলছে অফিস। ওই সংস্থার অফিসটি নতুন করে সাজানো হচ্ছে। তাই এই সাময়িক ব্যবস্থা। চিনের এই সুইমিং পুলে অফিসের খবর সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts