World

মেয়ে সেজে পরীক্ষা দিচ্ছিল এক যুবক, ধরিয়ে দিল মাথার চুল

এক তরুণীর হয়ে এক যুবক পরীক্ষা দিচ্ছিল। মেয়ে সেজে পরীক্ষা হলে ঢোকে সে। তবে তার সব জারিজুরি ফাঁস করে দিল মাথার চুল।

Published by
News Desk

পরীক্ষা হলে এক তরুণী সেজে ঢুকেছিল এক যুবক। পরীক্ষা দিতে শুরুও করে। লেখা চলছিল। এমন সময় পরীক্ষা হলে যিনি গার্ড দিচ্ছিলেন তাঁর ওই ছাত্রীর মাথার চুলের দিকে তাকিয়ে সন্দেহ হয়।

তিনি এগিয়ে আসেন ওই তরুণীর দিকে। তারপর ভাল করে চেয়ে দেখার পর চমকে যান। এ তো তরুণীর মাথার চুলই নয়। ওটা পরচুলো! যা একদিকে একটু ফাঁক হয়ে আছে।

গার্ড ওই তরুণীকে মাথার চুলটা সরাতে বলেন। এটা শোনার পর অপ্রস্তুত হয়ে পড়ে মেয়ে সেজে পরীক্ষা দিতে আসা ওই যুবক। সাজে ভুল খুব একটা ছিলনা। মুখে মাস্ক ছিল। পরচুলো ছিল। পোশাকও ছিল মহিলাদের।

কিন্তু পরচুলো যে এভাবে একটা দিক থেকে ফাঁক হয়ে যাবে সেটা বোধহয় ওই যুবক বুঝতে পারেনি। যখন পরীক্ষার হলের গার্ড তার মাথার চুল সরাতে চাপ দেন তখন বেগতিক বুঝে ছুটে পরীক্ষা হল থেকে পালায় ওই যুবক।

ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশের ঝোগনান বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায়। যে তরুণীর হয়ে ওই যুবক পরীক্ষা দিতে এসেছিল সেই ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়।

ওই যুবক অর্থের বিনিময়ে পরীক্ষা দিতে এসেছিল কিনা তা পরিস্কার নয়। তবে ঘটনাটি চিন জুড়ে হইচই ফেলে দিয়েছে। প্রসঙ্গত, চিনে পরীক্ষার চাপ এবং পরীক্ষায় ভাল নম্বর পেয়ে পাশ করার চাপ প্রবল বলেই ব্যাখ্যা করেছেন অনেকে। তবে তার জন্য কঠিন পরিশ্রমের জায়গায় অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টাকে একেবারেই মেনে নিতে পারছেন না কেউ।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts