অভিনব ফুটবল খেলায় চোখ ছানাবড়া বিশ্বের, ফুটবলাররা কেউ মানুষ বা অন্য প্রাণি নয়
এমন ফুটবল প্রতিযোগিতা না কেউ কখনও দেখেছেন, না শুনেছেন। এখানে মাঠে ফুটবলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হল ঠিকই তবে তারা কেউ মানুষ বা প্রাণি নয়।

সবুজ মাঠ। রেফারিও রয়েছেন। সাইড লাইনে রয়েছে কড়া নজরদারি। ফুটবল দলগুলি নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফুটবল প্রতিযোগিতায় সেরা হওয়ার লড়াইয়ে শামিল সব দলই। খেলা দেখতে হাজার হাজার দর্শকের ভিড়।
ফুটবল নিয়ে খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোলের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ চোট হয়ে পড়ে গেলে স্ট্রেচার এসে তুলে নিয়ে যাচ্ছে। গোলও হচ্ছে। গোল আটকানোও হচ্ছে। তবে যারা খেলছে তারা কেউই মানুষ নয়। এটাই যা ফারাক।
অনেকের মনে হতে পারে অন্য কোনও প্রাণিরা কি তবে মাঠে নেমেছিল? এমনটাও কিন্তু ঘটেনি। খেলোয়াড়দের কারও দেহেই প্রাণ ছিলনা। কারও দেহ রক্তমাংসে তৈরি নয়। তাহলে কি? এখানেই এই প্রতিযোগিতা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে।
চিনে অনুষ্ঠিত হল এআই রোবট ফুটবল প্রতিযোগিতা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটরা এখানে ফুটবল খেলতে মাঠে নেমেছিল। অনেকগুলি এমন দল ছিল প্রতিযোগিতায়।

যে সংস্থা এই প্রতিযোগিতার উদ্যোক্তা তারা জানিয়েছে, আগামী দিনে এআই রোবটদের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে একাত্ম করে তুলতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে তারা। বাস্তবের পৃথিবীর সঙ্গে এই রোবটদের পরিচিত করতে এবং বাস্তব জগতকে এই রোবটদের চেনাতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এখন প্রশ্ন হল এই ফুটবল লিগ জিতল কোন দল? চিনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে সিঙ্ঘুয়া বিশ্ববিদ্যালয়ের টিএইচইউ রোবোটিক দল ফাইনালে ৫-৩ গোলে হারিয়ে দেয় চায়না এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের দল মাউন্টেন সি-কে।