Categories: World

হোটেলের অতিথিদের ঘরে গিয়ে ঘুম ভাঙাবে বিরল প্রাণি, সুযোগ তৈরি হয়েও হল না

একটি হোটেল কর্তৃপক্ষ তাদের হোটেলের অন্যতম আকর্ষণ হিসাবে অতিথিদের ঘুম ভাঙানোর জন্য এক বিরল তালিকাভুক্ত প্রাণি নিযুক্ত করেছিলেন। তবে এ সুযোগ তৈরি হয়েও হল না।

Published by
News Desk

হোটেলে যাঁরা থাকেন সেই অতিথিরা অনেক সময় হোটেলেই বলে রাখেন তাঁদের একটি নির্দিষ্ট সময় জাগিয়ে দিতে। ওই সময় ফোন করে হোক বা দরজায় বেল দিয়ে হোক, হোটেল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে তাঁদের জাগিয়েও দেয়।

একটি হোটেল তার অতিথিদের ঘুম ভাঙানোর জন্য অবশ্য সেসব চিরাচরিত পদ্ধতির আশ্রয় নেয়নি। বরং তারা এমন এক অভিনব ঘোষণা করে যে সেই টানেই অনেক মানুষ সেই হোটেলকে থাকার জন্য বেছে নিতে পারেন।

হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় তারা তাদের অতিথদের ঘুম ভাঙাতে রেড পান্ডাদের কাজে লাগাচ্ছে। তাদের ৪টি পোষা রেড পান্ডা রয়েছে। সেই রেড পান্ডারা হাজির হবে অতিথিদের ঘরে। তারপর তাঁদের ডেকে ঘুম ভাঙাবে।

এমনকি অন্য সময়ও অতিথিরা চাইলে তাঁদের ঘরে পৌঁছে যাবে রেড পান্ডারা। তাঁদের সঙ্গে সময় কাটাবে। ছোটদের সঙ্গে খেলাও করবে। এই অফার সামনে আসার পর হোটেলটি রীতিমত চর্চায় চলে আসে। তার নামও ছড়িয়ে পড়ে। এটা অবশ্যই হোটেলটিকে খুব দ্রুত জনপ্রিয়তা দেয়।

চিনের লেহে লেদু লিয়াংজিয়াং হলিডে হোটেলের নাম দ্রুত ছড়াতে থাকে। তারা যে অতিথিদের ঘুম ভাঙাতে বিরল প্রজাতির প্রাণির তালিকায় থাকা রেড পান্ডাদের কাজে লাগাচ্ছে সেকথা কানে যায় ফরেস্ট ব্যুরোর আধিকারিকদের।

তাঁরা সাফ জানিয়ে দেন হোটেলটি এভাবে রেড পান্ডাদের ব্যবহার করতে পারবেনা। কারণ রেড পান্ডারা বন্যপ্রাণি। তারা কখন কেমন মুডে থাকবে বোঝা মুশকিল।

যা অতিথিদের ক্ষতিও করতে পারে। তাই হোটেলটি রেড পান্ডাদের এভাবে অতিথিদের সংস্পর্শে আসতে দিতে পারবেনা। ফলে হোটেলকে তাদের ওই অফার বন্ধ করতে হয়।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts