World

১২ তলা থেকে পড়েও রূপকথার মতন বাঁচলেন মহিলা

তিনি একটি বাড়ির ১২ তলায় ছিলেন। একটি জানালা লাগানোর তত্ত্বাবধান করছিলেন। সেই সময় আচমকাই তিনি ১২ তলা থেকে এসে পড়েন মেঝেতে। বাকিটা চমৎকার।

Published by
News Desk

তাঁদের ব্যবসাই হল জানালা লাগানো। একটি সুউচ্চ অট্টালিকার ১২ তলায় জানালা লাগানোর কাজ পেয়েছিলেন তাঁরা। তিনি ও তাঁর স্বামী এই জানালা লাগানোর পেশার সঙ্গে যুক্ত। জানালা, যেটি লাগানোর কথা ছিল সেটা রীতিমত কয়েক কেজি ওজনের।

এতটাই ভারী সেটি যে তা ক্রেনে করে উপরে তোলা হচ্ছিল। ওই মহিলার হাতে ছিল ক্রেনের রিমোট। তবে তিনি ১২ তলায় কাজ করার সময় প্রয়োজনীয় সুরক্ষা বলয় মেনে চলেননি। তাঁর শরীরে একটি দড়ি বাঁধা থাকার কথা। সেটাও ছিলনা।

মহিলা মনে করেছিলেন তিনি পড়বেননা। কিন্তু সেটাই হল। জানালাটি তোলার সময় সেটি একটি গাছে আটকে যায়। তখন সেটা ছাড়ানোর চেষ্টার মাঝে কোনওভাবে তিনি ১২ তলা থেকে পা হড়কে নিচে পড়েন। সোজা এসে পড়েন ১ তলায়।

১২ তলা থেকে ১ তলায় এসে আছড়ে পরার পর তাঁর যে বেঁচে থাকার কথা নয় তা সকলের কাছে পরিস্কার ছিল। কিন্তু সেই সময়ই তাঁর স্বামীর ফোন বেজে ওঠে।

স্বামী ফোনটা ধরেন। কারণ ফোনটা তাঁর স্ত্রীর করা। যিনি ১ তলায় পড়ে থাকা অবস্থায় স্বামীকে জানান তিনি বেঁচে আছেন। দ্রুত যেন তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। হাসপাতালে দ্রুতই তাঁকে নিয়ে যাওয়া হয়।

কয়েকটি হাড় ভাঙা ছাড়া আশ্চর্য ভাবে ওই মহিলার আর কোনও ক্ষতি হয়নি শরীরের। হাড়গুলি জোড়া লাগাতে অস্ত্রোপচার করা হয়। ১২ তলা থেকে পড়েও যে কেউ বেঁচে থাকতে পারেন, তাও আবার কয়েকটি হাড় ভাঙা ছাড়া সম্পূর্ণ সুস্থ অবস্থায়, এটা বিশ্বাস করতেও অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

চিনের জিয়াংজি প্রদেশের লিপিং-এ ঘটা এই ঘটনা চিনে তো বটেই, সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়েই হইচই ফেলে দিয়েছে।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts