নকল মাউন্ট ফুজি, ছবি – সৌজন্যে – এক্স – @Byron_Wan
জাপানের বিখ্যাত পর্বত মাউন্ট ফুজি। সে দেশের সর্বোচ্চ পর্বতও এটি। যা আদপে একটি আগ্নেয়গিরি। ফুজির সবচেয়ে বড় বিশেষত্ব হল তার চুড়ো। ফুজির মাথায় একটা বরফের আস্তরণ সবসময় থাকে। যা পাহাড়ের মাথা থেকে কিছুটা নেমে এসে অদৃশ্য হয়ে যায়।
জাপানে এই পর্বতের টানে দেশ বিদেশের মানুষ উপস্থিত হন। ফুজি নিজেই এক পর্যটন আকর্ষণ। সেটাই কি তাহলে ঈর্ষার কারণ? সেজন্যই কি ফুজিকে নকল করার চেষ্টা? নিজের দেশেই এমন সমালোচনার মুখে পড়তে হয়েছে চিনকে।
কারণ উত্তর চিনের হুবেই প্রদেশে রয়েছে একটি থিম পার্ক। সেখানে সবই কৃত্রিমভাবে তৈরি করা। একটি পাহাড় রয়েছে, সেটিও তৈরি করা। সেই পাহাড়ের মাথাটা সাদা রং করেছে থিম পার্কের কর্তৃপক্ষ। এমনভাবে সাদা রংটি করা হয়েছে যা দেখে মনে হবে জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি।
যেহেতু ফুজি একটি আগ্নেয়গিরি তাই তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে সপ্তাহান্তে সেই পাহাড়ের মাথা থেকে গোলাপি রংয়ের ধোঁয়াও বার করার ব্যবস্থা করা হয়।
সবদিক থেকে মাউন্ট ফুজি সাজার লক্ষ্য থাকলেও তা আদপেও কিন্তু হয়নি। বরং পাহাড় তৈরি করে তার মাথায় সাদা রং করে, ধোঁয়া বার করে ফুজি সাজার চেষ্টাকে নিয়ে হাসাহাসি হচ্ছে খোদ চিনেই।
এদিকে এই পার্কে ঘুরতে ভারতীয় মুদ্রায় পর্যটকদের খরচ পড়ছে ১ হাজার ১০০ টাকার মত। এত খরচ করে একটা ছোট পাহাড়ের ওপর সাদা রং করে বরফ তৈরি দেখে হতাশ পর্যটকরা। তাঁরা এত টাকা খরচ করে এটা দেখতে আসার কোনও সার্থকতাই খুঁজে পাচ্ছেন না।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…