World

উপপত্নীর সঙ্গে স্বামীর একান্তে কাটানোর ছবি লুকিয়ে তুলে ছড়িয়ে দিলেন স্ত্রী

স্বামী ভাড়ার বাড়িতে একান্তে ঘরে তাঁর উপপত্নীর সঙ্গে কি করেন তা লুকিয়ে তুলে সেই ছবি ছড়িয়ে দিলেন স্ত্রী। গোপনীয়তা ভঙ্গের প্রশ্ন তুললেন উপপত্নী।

Published by
News Desk

স্ত্রী, সন্তান রয়েছে। তারপরেও স্বামী ভাড়ার ফ্ল্যাটে উপপত্নীর সঙ্গে দিনের পর দিন কাটাচ্ছেন। একথা গোপন ছিলনা স্ত্রীর কাছে। তাই স্বামী কীভাবে তাঁকে ও তাঁর সন্তানদের ঠকাচ্ছেন তা সকলের সামনে তুলে ধরতে একটা ফন্দি আঁটেন স্ত্রী।

তিনি তাঁর ভাইবোনদের কাজে লাগিয়ে স্বামীর ওই ভাড়ার ফ্ল্যাটের ঘরে একটি গোপন ক্যামেরা লাগিয়ে দেন। যার কথা তাঁর স্বামী বা স্বামীর উপপত্নীকে জানতে দেননি। এদিকে ক্যামেরার কথা জানা না থাকায় ওই ব্যক্তি তাঁর উপপত্নীর সঙ্গে ওই ঘরে একান্তে ঘনিষ্ঠ হন।

সেই ছবি ক্যামেরায় উঠেও যায়। এমন বেশ কয়েকদিন ধরে ফুটেজ সংগ্রহ করে তারপর সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন স্ত্রী। ঘরে লুকোনো ক্যামেরা রয়েছে একথা তখনই জানতে পারেন ওই মহিলার স্বামী ও স্বামীর উপপত্নী।

স্বামীর উপপত্নী ওই মহিলা তখন এর বিরুদ্ধে আদালতে যান। তাঁর অভিযোগ ছিল তাঁর গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে তাঁকে না জানিয়ে। যদিও আদালত ওই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া ছাড়া আর কিছু বলেনি। উপপত্নীর অভিযোগের ভিত্তিতে কোনও জরিমানা বা ক্ষতিপূরণ দিতে বলেনি।

ঘটনাটি ঘটেছে চিনে। লি নামে ওই স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী হু এবং স্বামীর উপপত্নী ওয়াং কীভাবে তাঁর সন্তানদের ক্ষতি করছেন তা সকলের সামনে তুলে ধরতেই তাঁর এই ক্যামেরা লাগানো।

স্বামী ও তাঁর উপপত্নীকে সকলের সামনে প্রকাশ করে দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য। অনেকেই এভাবে লুকিয়ে ক্যামেরা লাগিয়ে স্বামীর কুকীর্তি ফাঁস করাকে বাহবা জানিয়ে লি-এর পাশেও দাঁড়িয়েছেন।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts