মোজা, প্রতীকী ছবি
মানুষের সুঅভ্যাস যেমন থাকে, তেমন বিচিত্র সব অভ্যাসও থাকে। যেমন এই ব্যক্তি। তিনি সারাদিন তাঁর দৈনন্দিন ব্যস্ততা কাটিয়ে রাতে বাড়ি ফিরতেন। জুতো খুলে রাখতেন। তারপর পা থেকে সারাদিন ধরে পরে থাকা মোজাটা খুলে সেটা শুঁকতেন।
বলা বাহুল্য সারাদিন ধরে পায়ে থাকা মোজা থেকে আর যাই হোক সুগন্ধ বার হতনা। তাঁর সেই গন্ধই ভাল লাগত হয়তো। তাই এটা তাঁর প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। যার পরিণতি হল ভয়ংকর।
কিছুদিন ধরেই তিনি কাশিতে ভুগছিলেন। কাশি আর থামে না। নানা চিকিৎসা করিয়েও থামা দূরে থাক কাশি বাড়তেই থাকে। অগত্যা তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
সেখানে চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা করে দেখেন তাঁর ফুসফুস জুড়ে বাসা বেঁধেছে একধরনের ছত্রাক। ফলে ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়েছে। সেটাই তাঁর এই নিরন্তর কাশির কারণ।
চিকিৎসকেরা এমন অদ্ভুত ফাঙ্গাস কোথা থেকে এল সেটা বোঝার জন্য ওই ব্যক্তির কাছে খুঁটিয়ে সব জানতে চান। তখনই চিনের চংকুইং এলাকার বাসিন্দা ওই ব্যক্তি জানান যে তিনি প্রতিদিন রাতে সারাদিন পরে থাকা মোজাটা শুঁকতেন।
চিকিৎসকেরা তাঁর মোজা সংগ্রহ করেন। তারপর সেটি পরীক্ষা করে অবাক হয়ে যান। দেখেন মোজাতেও ছড়িয়ে আছে ঠিক একই ছত্রাক, যা ওই ব্যক্তির ফুসফুসে ছড়িয়ে পড়েছে।
চিকিৎসকদের বুঝতে অসুবিধা হয়নি কীভাবেই ওই বিচিত্র ফাঙ্গাস ওই ব্যক্তির ফুসফুসে পৌঁছল। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই খবরটি ভাইস নামে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই ছড়িয়ে পড়েছে।