World

যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন জানলে বিশ্বাস হবেনা

একটি সংস্থায় কর্মরত এক তরুণী সেই সংস্থারই বাথরুমটি ভাড়া নিলেন। কেন নিয়েছেন সেটা জানলে অবশ্য অনেকেই বিশ্বাস করতে পারবেননা।

Published by
News Desk

বয়স মাত্র ১৮ বছর। কাজ করেন একটি আসবাব সংস্থায়। সারাদিনই ব্যস্ততা। ক্রেতাদের ভিড় লেগে থাকে। সংস্থার কর্মী ও ক্রেতাদের ব্যবহারের জন্য একটি বাথরুমও রয়েছে। বাথরুম ব্যবহার হয় সারাদিন।

ওই ১৮ বছরের তরুণী সংস্থার মালিকের কাছে একদিন আবেদন করেন যে তিনি সংস্থার বাথরুমটি ভাড়া নিতে চান। মালিক এমন কথা শুনে প্রাথমিকভাবে চমকে যান। তবে কারণটি জানার পর তিনি সেটি ভাড়া দিতে রাজিও হয়ে যান।

শর্ত হল ভাড়া বাবদ কোনও টাকা দিতে হবেনা। তবে বিদ্যুতের বিল বাবদ একটা অর্থ তরুণীকে মাস গেলে দিতে হবে। যা ৫৪০ টাকার মতন।

আরও শর্ত হল সারাদিন বাথরুম কিন্তু অফিসের কর্মী ও ক্রেতারা ব্যবহার করবেন। সংস্থায় ছুটি হওয়ার পর তরুণী সেটি ব্যবহার করতে পারেন।

চিনের বাসিন্দা ওই তরুণী অনেক চেষ্টা করেও মাথাগোঁজার জন্য কোনও ভাড়ার জায়গা পাননি। পেলেও যে অর্থ প্রদান করতে হবে তা তাঁর সামর্থ্যের বাইরে। তাই তিনি অফিসের বাথরুমকেই নিজের ঘর বানিয়েছেন।

যখন অফিস বন্ধ হয় তখন বাথরুমেই রান্না করেন। তারপর খেয়েদেয়ে শুয়ে পড়েন। একটি বেড আছে। যেটি সারাদিন গুটিয়ে রাখা থাকে। এছাড়া পোশাক রাখার একটি কোণা আছে। সেখানে সব পোশাক রাখা থাকে। যা দেখে অনেক সময় ক্রেতারা বাথরুমে ঢুকে অবাক হন।

বাথরুমে প্রবেশের সময় কোনও দরজা নেই। তাই সেখানে একটি পর্দা মত রাতে টাঙিয়ে নেন তরুণী। আর দুর্গন্ধ? ওই তরুণীর দাবি, সংস্থার তরফে বাথরুম পরিস্কার রাখা হয়। ফলে সেখানে রাতে কোনও গন্ধ থাকেনা।

আবার সংস্থার বাথরুমই তাঁর শান্তির আশিয়ানা। তরুণীর এই বাথরুম নিবাসের কথা চিনের তো বটেই, এমনকি বিশ্বের নানা সংবাদমাধ্যমে হুহু করে ছড়িয়ে পড়ে।

Share
Published by
News Desk
Tags: China