World

হোটেলের বিছানায় তাঁবু খাটিয়ে শুলেন এক মহিলা, কারণ জেনে সকলেই বাকরুদ্ধ

একটি বর্ধিষ্ণু হোটেলে ঘর নিয়ে তার বিছানার ওপর তাঁবু খাটিয়ে শুতে গেলেন এক মহিলা। কারণ জেনে অনেকের মুখেই কথা সরছে না।

Published by
News Desk

নিজের শহর ছেড়ে বেড়াতে হোক বা অন্য কোনও কাজে অন্যত্র যেতে হলে সেখানে হোটেলই ভরসা। হোটেলে ঘর নিয়ে সেখানেই থাকতে হয়। ঘর ভাড়া করার পর অতিথি হয়ে সে হোটেলে প্রবেশ করেন মানুষ।

কোনও কম খরচের হোটেল হোক বা বর্ধিষ্ণু তথাকথিত নামীদামী হোটেল, হোটেলের ঘরে একটা বিছানা থাকেই। এক মহিলা সেই বিছানায় শুতে গেলেন ঠিকই। তবে বিছানার ওপর তাঁবু খাটিয়ে। মনে হতে পারে যে ছাদ থেকে চুঁইয়ে হয়তো জল পড়ছিল। কিন্তু এমন কিছুই হচ্ছিল না। ওই মহিলার ভয় ছিল অন্য।

মহিলার ভয় ছিল তাঁকে গোপনে নজরে রাখা হচ্ছে। হোটেলের ঘরটিতে লুকোনো ক্যামেরা থাকতে পারে। ঘুমের সময় তাঁর ওপর যাতে কোনও ক্যামেরা নজরদারি না করতে পারে সেজন্য তিনি বিছানা ঢেকে ফেলেন একটি তাঁবু খাটিয়ে।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত এই খবর থেকে জানা যাচ্ছে, ওই মহিলা আগে হোটেলের ঘরে লুকোনো ক্যামেরা সম্বন্ধে নানা জায়গায় পড়েছিলেন। তা থেকে তাঁর মনে হয় গোপনীয়তা রক্ষিত হবেনা হোটেলের বিছানায়।

সেজন্য হোটেলে প্রবেশের আগে তিনি তাঁবু কিনতে যান। কিন্তু দেখেন তাঁবু এত ছোট যে তাতে গুটিসুটি করে শুতে হবে তাঁকে। তাই সে রাস্তায় না হেঁটে তিনি হোটেলের ঘরে প্রবেশ করে একটি বড় চাদর ও দড়ি দিয়ে একটি তাঁবু মত তৈরি করে বিছানা ঢেকে ফেলেন। তারপর বিছানায় শুতে যান।

চিনের বাসিন্দা ওই মহিলা চিনের একটি হোটেলে যে এভাবে শুয়েছেন সেকথা তিনি পরে নিজেই জানান। সেই ছবিও সমাজ মাধ্যমে প্রকাশ করেন তিনি।

চিনের বিভিন্ন হোটেলের ঘরে লুকোনো ক্যামেরা থাকার বিষয়টি কিন্তু আগেও চর্চায় উঠে এসেছে। এই মহিলার ক্ষেত্রে সেটাই আতঙ্কের বহিঃপ্রকাশ হয়ে সামনে এল।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts