World

পর্যটক টানতে গাধার গায়ে রং, একি করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

পর্যটকদের সংখ্যা বৃদ্ধি করতে এখানেও পৌঁছে গেল এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যেভাবে মানুষের চোখে ধুলো দিচ্ছিল চিড়িয়াখানা তা নিয়ে প্রশ্ন উঠতে সব স্বীকারও করল তারা।

Published by
News Desk

চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় প্রত্যাশা মত হচ্ছেনা। সেটা মাথায় রেখেই একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ যা করল তা তাদের প্রবল সমালোচনার মুখেই ফেলল। বিষয়টি শুরু হয় সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট থেকে।

সেখানে অনেকে দাবি করেন তাঁরা ওই চিড়িয়াখানায় ঘোরার সময় জেব্রা হিসাবে যে প্রাণিকে তাঁদের সামনে আনা হয়েছিল সেগুলি আসলে গাধা ছিল। গাধাদের গায়ে সাদা ও কালো রং দিয়ে ডোরাকাটা রং করে সেগুলিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জেব্রা বলে চালাচ্ছে।

প্রথমে বিষয়টি নিয়ে কিছু না বললেও পোস্টের সংখ্যা বাড়তে থাকার পর চিনের শানদং প্রদেশের জিবো সিটি অ্যামিউজমেন্ট পার্ক কর্তৃপক্ষ স্বীকার করে নেয় যে তারা সত্যিই গাধাদের গায়ে সাদা কালো রং করে জেব্রা সাজিয়েছিল।

তবে তার সঙ্গে তারা দাবি করে যে যে ডাই ওই গাধাদের গায়ে ব্যবহার করা হয়েছিল তা একেবারেই বিষাক্ত নয়। তাই তাদের ক্ষতির সম্ভাবনা নেই। ওই চিড়িয়াখানার কর্মীরা জানান, নিছক মজার ছলেই নাকি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এভাবে গাধাদের গায়ে রং করে জেব্রার রূপ দিয়েছিল।

বিষয়টি সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে-এ প্রকাশিতও হয়। এছাড়াও বিশ্বের বহু সংবাদমাধ্যমে চিনের ওই চিড়িয়াখানার কাণ্ড প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়েই এটা নিয়ে সমালোচনা হয়েছে।

কেবল পর্যটকের সংখ্যা বাড়ানোর জন্য এভাবে গাধাদের গায়ে রং করে জেব্রা সাজাচ্ছে খোদ চিড়িয়াখানা কর্তৃপক্ষ! অনেকে এখনও বিষয়টি বিশ্বাসও করতে পারছেন না।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts