World

পৃথিবীর সবচেয়ে সরু নদী, হাঁটতে হাঁটতেই পার হওয়া যায়

মনে হতে পারে এত সরু নদী হওয়া সম্ভব? বিশেষজ্ঞেরা বলছেন সম্ভব। কারণ এ নদীর নদী হওয়ার সব বৈশিষ্ট্যই রয়েছে। বইছে ১০ হাজার বছর ধরে।

Published by
News Desk

খাল, বিল দেখলেও মনে হবে এর তুলনায় বিশাল নদী। নর্দমাও এর চেয়ে অনেক জায়গায় চওড়া হয়। কিন্তু এটা একটা নদী। বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন নদী হওয়ার সব বৈশিষ্ট্য এই নদীর রয়েছে।

তবে এ নদীর দিকে তাকালে অবাক লাগতেই পারে। মনে হবে সরু নর্দমা। কিন্তু এ নদী ১৭ কিলোমিটার পথ প্রবাহিত হয়ে গিয়ে পড়েছে একটি হ্রদে। কতটা সরু এই নদী?

বিশ্বের সবচেয়ে সরু নদীটি গড়ে ১৫ সেন্টিমিটার চওড়া। কিন্তু যেখানে নদীটি সবচেয়ে সরু হয়ে প্রবাহিত সেখানে নদীর একটি পার থেকে অন্য পারের দূরত্ব মাত্র ৪ সেন্টিমিটার।

একটি পেনসিল ওই ফাঁক দিয়ে গলে যেতে পারবে। একটা পা ফেললে পায়ের পাতাও নদীর ওপর একটি ব্রিজ তৈরি করতে পারে। এই সরু নদী কিন্তু এঁকে বেঁকে ঘাস জমি পার করে সারাবছর প্রবাহিত হয় আপন খেয়ালে।

তার একটি উৎস রয়েছে। মোহনা রয়েছে। নদীটি চওড়ার চেয়ে গভীরতার দিক থেকে অনেকটা এগিয়ে। ৫০ সেন্টিমিটার গভীর এই নদী। চিনের উত্তর দিকে ইনার মঙ্গোলিয়া মালভূমি থেকে প্রবাহিত হওয়া এই হুয়ালাই নদী চিনের লোককথাতেও জায়গা পেয়েছে।

একবার পিঁপড়েদের নদী পার করাতে এক স্কুল পড়ুয়া একটি বই দিয়ে নদীর ওপর ব্রিজ তৈরি করে। যার ওপর দিয়ে পিঁপড়েরা নদী পার করেছিল। সেই কাহিনিকে সামনে রেখে এই নদীকে অনেকে বুক ব্রিজ নদীও বলে থাকেন।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts