World

বিশাল মাছটা মাছ নয়, আসলে অন্য কিছু, যা দেখে রেগে আগুন সকলে

এক অতিকায় মাছ ঘুরে বেড়াচ্ছে বিশেষভাবে তৈরি অতিকায় অ্যাকোয়ারিয়ামে। যা আদপেও মাছ নয়। অতিকায় তিমি হাঙরটির আসল পরিচয় জেনে রেগে আগুন দর্শকরা।

Published by
News Desk

একটি অ্যাকোয়ারিয়াম। যদিও সে অ্যাকোয়ারিয়াম মোটেও বাড়িতে বা কোনও মল বা দোকানে দেখা রঙিন মাছে সাজানো অ্যাকোয়ারিয়াম নয়। তা এক বিশাল জলাধার। যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ কাচের ওপারে এক সমুদ্রের মত অনুভূতি পান।

মাছেরাও সেখানে সামুদ্রিক মাছের মতই অতিকায়। যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি হোয়েল শার্ক বা তিনি হাঙর। সমুদ্রের এই মাছ যেমন অতিকায় তেমনই ভয়ংকর। যা অ্যাকোয়ারিয়ামের ওপারে দেখার সুযোগ সকলের কাছে অবশ্যই এক বড় পাওনা।

কারণ তাকে সাধারণ মানুষের পক্ষে দেখা প্রায় অসম্ভব। কারণ তা সমুদ্রে থাকে। আর মানুষ সারাক্ষণ সমুদ্রে ঘোরেন না। কিন্তু তার পরেও এমন সুযোগ পেয়ে রেগে আগুন দর্শকরা।

তাঁরা সাফ জানিয়েছেন, মোটা টাকা প্রবেশমূল্য দিয়ে এই অ্যাকোয়ারিয়ামে ঢুকে এভাবে ঠকতে তাঁরা রাজি নন। কেন ঠকতে হয়েছে বলে মনে করছেন তাঁরা?

চিনের গুয়াংদং প্রদেশের সেনঝেন-এর ঝিয়াওমিশা সি ওয়ার্ল্ড নামে ওই অ্যাকোয়ারিয়ামে যে প্রমাণ আকারের তিমি হাঙরটি জলে ঘুরে বেড়াচ্ছে সেটি আদপেও আসল তিমি হাঙর নয়।

তা আদপে ওই মাছের চেহারার একটি রোবট। যা বলে না দিলে বোঝা মুশকিল। এতটাই আসলের মত চেহারা ও আচরণ তার। এই রোবট দেখতে তাঁদের কাছ থেকে বিপুল প্রবেশমূল্য নেওয়া আদপে তাঁদের ঠকানোর শামিল বলে মনে করছেন দর্শকরা। মাছ বলে রোবট দেখানোয় ওই অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts