ডাক্তার, প্রতীকী ছবি
ঘটনার সূত্রপাত মাঝরাতে। ঘুমটা ভেঙে যায় নাকের মধ্যে একটা অনুভূতিতে। তাঁর মনে হয় নাকের মধ্যে কেউ যেন খুঁটছে। নাকটা ঝাড়ার চেষ্টা করতে সেটা নাকের মধ্যে দিয়ে পৌঁছয় গলায়। তিনি এবার ঘুম থেকে উঠে বেশ কয়েকবার কাশেন। যাতে গলার কাছে কিছু থাকলে বেরিয়ে যায়। তারপর শুয়ে পড়েন।
পরদিন তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতই জীবন কাটান। কিন্তু গলার কাছে একটা অনুভূতি অস্বস্তি দিচ্ছিল। সেই সঙ্গে তিনি অনুভব করতে থাকেন যে তাঁর মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে।
একাধিকবার দাঁত মেজেও মুখের দুর্গন্ধ থামানো যাচ্ছেনা। বরং তা বেড়েই চলেছে। এমন করে ৩ দিন কাটার পর যখন তাঁর হলুদ সর্দি বার হতে থাকে তখন তিনি চিকিৎসকের কাছে হাজির হন।
প্রাথমিকভাবে তাঁর শ্বাসনালীর উপরের অংশ পরীক্ষা করা হয়। তাতে কিছু পাওয়া যায়নি। এরপর এক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর বুকের সিটি স্ক্যান করান। সেখানে তিনি ফুসফুস লাগোয়া শ্বাসনালীর নিচের অংশে একটা কিছু আটকে আছে বলে দেখতে পান।
পরে তা বার করার সময় যা দেখা যায় তাতে চিকিৎসকও কিছুক্ষণের জন্য থমকে যান। দেখা যায় একটি আরশোলা ফুসফুস লাগোয়া অংশে মোটা সর্দির মত জিনিসে জড়ানো অবস্থায় আটকে আছে। সেটিকে অতি সন্তর্পণে বার করে আনা হয়।
এরপর খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। মুখের দুর্গন্ধও উধাও হয়। চিনের হাইনান প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি বুঝতে পারেন ৩ দিন আগে রাতে তাঁর নাক দিয়ে আরশোলাটি ঢুকে একদম শ্বাসনালীর শেষ অংশে পৌঁছে গিয়েছিল। এই ঘটনাটির খবর চিনের সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিশ্বের নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…