SciTech

ফের চাঁদে পা, আনকোরা অববাহিকায় পৌঁছল যান

চাঁদের মাটিতে পৌঁছে যাওয়া ক্রমশ বাড়ছে। যদিও তা ভারত সহ কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবার চাঁদের একটি অববাহিকায় পা রাখল যান।

Published by
News Desk

চাঁদের মাটিতে যন্ত্রের পদার্পণ চলছে। গতবছরই চাঁদের একদম আনকোরা জায়গায় প্রথমবার পা রেখে বিশ্বকে চমকে দিয়েছিল ভারত। ইসরোর এই সাফল্য তাদের বিশ্ব মহাকাশ গবেষণার জগতে অন্যই সম্ভ্রম এনে দিয়েছিল।

এবার ভারতের মতই চাঁদেরই কখনও না ছোঁয়া জায়গায় পৌঁছে গেল চিনের যান। চিনের চ্যাঙ্গই ৬ যানটি চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে সক্ষম হয়েছে। এখানে একটি অববাহিকার ঢালে যানটি সফলভাবেই অবতরণ করে।

এর আগে চাঁদের দক্ষিণ মেরুর কাছে প্রথমবার অবতরণ করে ভারত। এবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চিনও। তবে ভারতের বিক্রম যেখানে নেমেছিল বা প্রজ্ঞান যেখানে ঘুরেছিল সেখানে চিন অবতরণ করেনি।

চিনের যান অবতরণ করেছে একেবারে অন্য জায়গায়। সেখানে তারাই প্রথমবার নামল। দক্ষিণ মেরুর এইকেন বেসিনে অবতরণ করে চিনের যান।

চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করবে চিনের এই যান। তারপর সেই নমুনা নিয়ে ফিরে আসবে পৃথিবীতে। এটাই চ্যাঙ্গই ৬ মিশন। এই লক্ষ্যেই চাঁদের মেরুতে যান পাঠাল চিন।

এই যানটি ফেরত এলে চাঁদের মেরু অঞ্চল সম্বন্ধে আরও ভাল করে জানতে পারবেন বিজ্ঞানীরা। চাঁদকে চিনতে তা প্রভূত সাহায্য করবে।

চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হয়েছে। তার আগে চাঁদকে যদি আরও ভাল করে জানার সুযোগ হয় তাহলে তা মানুষ পাঠানোর মিশনকেও বড় সাফল্যে এনে দিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts