World

কোন নদীতে ভাসছে বিশাল এই ব্রিজ, যার ওপর গাড়ি গেলে জলে ঢেউ খেলে যায়

নদীর ওপর দিয়ে ব্রিজ সকলেই দেখেছেন। কিন্তু নদীতে ব্রিজকে ভাসতে দেখেছেন কখনও? যার ওপর দিয়ে গাড়ি গেলে নদীর জলে ঢেউ খেলে যায়। এমন ব্রিজও রয়েছে।

Published by
News Desk

নদীও ওপর দিয়ে যাতায়াতের জন্য ব্রিজ আবশ্যিক। এমন হাজার হাজার ব্রিজ জলভাগের ওপর দিয়ে ২ পারকে জুড়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেসব ব্রিজ জল থেকে অনেকটা উঁচুতে থাকে।

কিন্তু এমন ব্রিজ কি কেউ দেখেছেন বা তার ওপর দিয়ে যাতায়াত করেছেন, যে ব্রিজ নদীর জলের ওপর ভেসে থাকে? আর তার ওপর দিয়ে যাতায়াত করে গাড়ি, মানুষ।

পৃথিবীতে কিন্তু এমনও একটি ব্রিজ আছে যা নদীর জলের ওপর ভাসছে। এই ব্রিজের ওপর একসময়ে ১০ হাজার মানুষ একসঙ্গে হাঁটাচলা করতে পারেন। এতে ব্রিজের কোনও ক্ষতি হবেনা।

তবে এ ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে গতি বাঁধা আছে। যদি সেই নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি যায় তাহলে নদীর জলে বড় ঢেউ উঠবে। যা ব্রিজটির জন্য ভাল নয়। সুরক্ষার জন্যও নয়।

তবে বেঁধে দেওয়া গতির মধ্যেও গাড়ি চললে নদীর জলে হালকা ঢেউ ওঠেই। কারণ ব্রিজটি নদীর জলে ভাসছে। তার ওপর কোনও কম্পন নদীর জলকে প্রভাবিত করে।

চিনের হুবেই প্রদেশের সিজিগুয়া এলাকার ইনশি শহরের কাছে রয়েছে এই নদীর ওপর ভাসমান ব্রিজটি। ব্রিজটি নীল জলের নদীর ওপর দিয়ে গেছে। ২ ধারে সবুজে মোড়া পাহাড় সারি।

নদীটি প্রবাহিত হয়েছে ২ ধারের পাহাড়ের মাঝখান দিয়ে। ফলে প্রাকৃতিক সৌন্দর্য বলে ব্যাখ্যা করা যায়না। ৫০০ মিটার লম্বা ও সাড়ে ৪ মিটার চওড়া এই ব্রিজটি কিন্তু বহু মানুষের কাছে একটা বিস্ময়।

ফলে এর ওপর দিয়ে সারাবছর স্থানীয় মানুষের যেমন যাতায়াত চলে, তেমনই হাজার হাজার পর্যটক এখানে হাজির হন এই ভাসমান ব্রিজটি দেখতে। তার ওপর দিয়ে ঘুরতে।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts