World

আসলটা নয়, টুকলি করে তৈরি গ্রাম দেখতে পর্যটকের ভিড় জমে এখানে

আসল নকল চেনা যাবেনা। এমনভাবে তা টুকে ফেলা হয়েছে। মজার ব্যাপার টুকে তৈরি গ্রাম দেখতে পর্যটকদের ঢল নামে এখানে।

Published by
News Desk

চিনের সম্বন্ধে বলা হয় যে তারা টুকতে ভালবাসে। বিশ্বে যেখানে যা ভাল দেখে তাই টুকে ফেলার চেষ্টা করে। সবকিছু তাদের নিজের দেশেও চাই। বলা হয় ডিজনি ওয়ার্ল্ড থেকে লাস ভেগাস, কিছু টুকতে ছাড়েনি চিন। এমনকি অস্ট্রিয়ার একটি গ্রামও টুকে ফেলেছে তারা।

আর এমনভাবে টুকেছে যে আসল নকল বোঝা দায়। অস্ট্রিয়ার এক সুন্দর গ্রামকে টুকে বানানো চিনে শুরু হয় ২০১২ সালে। চিনের হলসট্যাট নামে একটি জায়গায় শুরু হয় নির্মাণ কাজ।

যে সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ওখানে প্রথমেই অস্ট্রিয়ার ওপর গ্রামে থাকা গির্জাটি নকল করে ফেলে। তারপর এক এক করে বাড়ি তৈরি করতে থাকে।

এমনভাবে তা নকল করা হয় যে অস্ট্রিয়ার ওই গ্রামর বাসিন্দারাও এলে ঘাবড়ে যাবেন যে যেখানে ছিলেন, এত কিলোমিটার বিমানে পাড়ি দিয়েও সেখানেই এসে পৌঁছলেন কীভাবে! এতটাই খুঁটিনাটি নকল করা হয়েছে।

এখন এমন হয়েছে যে অস্ট্রিয়ার ওপর গ্রামটি দেখতে কেউ হাজির হন না। কিন্তু অস্ট্রিয়ার গ্রামটির নকলে তৈরি চিনের ওই গ্রাম দেখতে হাজির হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ।

চিনের হলসট্যাট গ্রাম, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এমনভাবে নকল করা হয়েছে যে বাড়ির রং পর্যন্ত নকল করতে ছাড়েনি চিনের ওই সংস্থা। টুকেও যে এমনভাবে একটা গোটা গ্রাম তৈরি করে ফেলা যায় তা নিজের চোখে দেখতেই পর্যটকদের আনাগোনা লেগে থাকে হালে তৈরি চিনের হলসট্যাট গ্রামে।

Share
Published by
News Desk
Tags: AustriaChina