World

মহিলার চোখ থেকে জ্যান্ত বেরিয়ে এল ৬০টি কৃমি

এমন ঘটনার কথা কেউ শুনেছেন কিনা সন্দেহ আছে। এক মহিলার চোখ থেকে এক এক করে বেরিয়ে এল ৬০টি জ্যান্ত কৃমি।

Published by
News Desk

তাঁর চোখে একটা চুলকানির অনুভূতি বেশ কিছুদিন ধরেই হচ্ছিল। ক্রমে বাড়ছিল অস্বস্তিটা। খুব কষ্ট হলে তিনি চোখ রগড়ে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করতেন। এভাবেই একদিন চোখটা রগড়ানোর সময় তিনি দেখেন চোখ থেকে কি যেন একটা পড়ল।

ভাল করে দেখতে গিয়ে কার্যত আঁতকে ওঠেন তিনি। একটি কৃমি পড়েছে চোখ থেকে! তাও আবার নড়ছে! ওই মহিলা আর সময় নষ্ট করেননি। ছোটেন চিকিৎসকের কাছে।

চিকিৎসক ভাল করে পরীক্ষা করে অবাক হয়ে যান। দেখা যায় মহিলার ২ চোখের পাতার নিচে সংসার পেতে বসেছে কৃমিরা। সেখানে কিলবিল করছে কৃমি।

এবার এক এক করে সেই কৃমি বার করা শুরু হয়। চিকিৎসক ২ চোখ থেকেই কৃমিগুলি এক এক করে বার করে আনেন। দেখা যায় ডান চোখে বেশি কৃমি হয়েছিল।

২ চোখ থেকে সব কৃমি বার করে দেখা যায় তা সংখ্যায় ৬০ খানার মত। সবগুলিই জ্যান্ত। ২ চোখে ভরা ছিল কৃমি। এটা ভেবেই অনেকের গা শিউরে উঠছে।

চিকিৎসকেরা জানাচ্ছেন মাছি থেকে এই ধরনের সংক্রমণ ছড়ায়। তবে মাছি থেকে কীভাবে চোখের পাতার তলায় এভাবে কৃমির সংসার গড়ে উঠেছে তা তাঁদের কাছে পরিস্কার নয়।

ঘটনাটি ঘটেছে চিনের কুনমিং শহরে। সেখানেই একটি হাসপাতালে মহিলার চোখ থেকে এই কৃমি বার করে আনা হয়। খবরটি শুধু চিনের সংবাদমাধ্যম নয়, বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts