SciTech

পাকিস্তানকে হাত ধরে চাঁদ দেখাতে নিয়ে চলল চিন

ভারত চাঁদের মাটিতে পা রেখেছে। এবার পাকিস্তানকে সেই চাঁদের কাছে নিয়ে যাচ্ছে চিন। যাতে পাকিস্তান আরও কাছ থেকে চাঁদ দেখতে পারে।

Published by
News Desk

ভারতের চাঁদে পৌঁছে যাওয়ার পর এবার পাকিস্তানও চলল চাঁদের কাছে। আরও কাছ থেকে চাঁদ দেখার কৃতিত্ব তারা অর্জন করতে পারে। তবে তার জন্য চিনই ভরসা। চিনই তাদের হাত ধরে চাঁদের কাছে পৌঁছে দিতে চলেছে। ফলে পাকিস্তানকে চাঁদকে আরও কাছ থেকে দেখতে চিনের মুখের দিতে চেয়ে থাকতে হবে।

এদিকে চিন চাঁদে ফের তাদের একটি যান পাঠাতে চলেছে। চিনের সেই মিশন ২০২৪ সালের প্রথমার্ধের কোনও সময় হওয়ার কথা। স্থির হয়েছে তখন চাঁদে যাওয়ার সময় তারা পাকিস্তানের কৃত্রিম উপগ্রহকেও সঙ্গে নিয়ে উড়ে যাবে।

তারপর চাঁদের কক্ষে উপগ্রহটিকে প্রতিস্থাপিত করবে। পাকিস্তানের এই কৃত্রিম উপগ্রহের নাম কিউবস্যাট। যেটি চাঁদের চারপাশে ঘুরে চাঁদকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করবে।

চিন এই চাঁদে পাড়ি দেওয়ার সময় তাদের সঙ্গে শুধু পাকিস্তানের কৃত্রিম উপগ্রহটিই নয়, সেইসঙ্গে নিয়ে যাবে আরও ৩টি যন্ত্র। ইউরোপিয়ান স্পেস এজেন্সির নেগেটিভ আয়ন ডিটেক্টর, ইতালির ভ্যালে ব্রেট রাডার সিস্টেম এবং ফ্রান্সের তেজস্ক্রিয় গ্যাস পরীক্ষার যন্ত্র। এগুলি সব চিনের যানের সঙ্গে চাঁদে পৌঁছে যাবে।

মহাকাশ গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নিল চিন। এদিকে চিনের যানটি কিন্তু চাঁদে নামবে। চাঁদের অন্ধকার দিকে নামবে সেটি।

তারপর সেখান থেকে নমুনা সংগ্রহ করবে। নমুনা সংগ্রহের পর সেটি ফের ফেরত আসবে পৃথিবীতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk