World

একান্তে প্রেমিকাকে চুমু খেতে গিয়ে কানের পর্দা ফাটল প্রেমিকের

প্রেমিকার সঙ্গে একান্ত মুহুর্ত কাটানোর সময় তিনি চুম্বনে লিপ্ত হয়ে পড়েন। তার জন্য যে তাঁর কানের পর্দা যাবে তা বুঝতে পারেননি যুবক।

Published by
News Desk

প্রেমিকার সঙ্গে একান্তে দেখা করেছিলেন তিনি। ২ জনের গভীর ভালবাসা একান্তে আরও গভীর হয়। আরও কাছাকাছি আসেন ২ জনে। প্রেমিকাকে এমন একান্তে পেয়ে ওই যুবক তাঁর সঙ্গে চুম্বনে লিপ্ত হন। চুম্বন পর্ব শুরু হয় বটে তবে চলতেই থাকে।

২ জনেই ২ জনের ঠোঁট থেকে ঠোঁট সরাতে পারছিলেননা। ভালবাসায় ভরিয়ে প্রায় ১০ মিনিট টানা ২ জন চুম্বনে লিপ্ত থাকেন। কিন্তু ১০ মিনিটের সেই স্বর্গীয় মুহুর্ত তারপর পরক্ষণেই এক ভয়ংকর যন্ত্রণার কারণ হয়।

ওই যুবক তাঁর কানে প্রবল যন্ত্রণা অনুভব করেন। একান্তে প্রেম লাটে ওঠে। এই ঘটনা সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে জানায়।

প্রাথমিকভাবে এটাও বুঝে ওঠা মুশকিল হচ্ছিল যে কেন এমনটা হল। দ্রুত ওই যুবক চিকিৎসকের কাছে হাজির হন। তাঁকে সব খুলেও বলেন।

চিকিৎসক সব পরীক্ষা করে দেখেন যুবকের কানের পর্দায় চোট হয়েছে। দীর্ঘ চুম্বনের জেরে কানের পর্দার ওপর হাওয়ার চাপের তারতম্য ঘটতে পারে। সেই কারণেই এই কাণ্ড হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে ওই যুবক দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশ্বস্ত করেছেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে চিনের ঝেজিয়াং প্রদেশে একটি ঝিলের ধারে। এই পুরো ঘটনার কথা চিনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। যা অতি অল্প সময়ের ব্যবধানে প্রচুর মানুষ পড়ে ফেলেন।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts