SciTech

মহাকাশে যাচ্ছে রঙিন মাছ, ঘুরে বেড়াবে কক্ষপথে

মহাকাশে মানুষ, কুকুর, নানা গাছের পর এবার যাচ্ছে মাছ। অপূর্ব সুন্দর রঙিন মাছ। যা কক্ষপথে ঘুরপাকও খাবে। কিন্তু কেন, সেটাই চমক।

Published by
News Desk

মহাকাশ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দেশই লড়াই চালাচ্ছে। নানা উপায়ে জানার চেষ্টা চলছে অজানা তথ্য। নভশ্চরেরাও মহাকাশে পাড়ি দিচ্ছেন নিয়মিতভাবে। সেখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকছেন। নানা গবেষণা করছেন।

মাসের পর মাস মহাকাশে থেকে যাচ্ছেন নভশ্চর গবেষকেরা। আর তা করতে গিয়ে তাঁদের হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। শূন্য মাধ্যাকর্ষণে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে তাঁদের হাড়ের শক্তি কমছে।

কীভাবে এটা ঘটছে সেটা অবশ্য এখনও পরিস্কার নয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে। আর সেটাই জানতে এবার মহাকাশে রঙিন মাছ পাঠাচ্ছে চিন। একটি বিশেষ প্রকারের রঙিন মাছই পাঠানো হচ্ছে।

জেব্রাফিশ নামে এই মাছগুলি দেখতে অপরূপ। গায়ে থাকে ডোরাকাটা দাগ। জেব্রার মত দাগ থাকে বলে সেগুলি জেব্রাফিশ। এই জেব্রাফিশের আবার হোমোলজি মানুষের সঙ্গে দারুণ মেলে। প্রায় ৮৭ শতাংশ মিল থাকায় তাদেরকেই বেছে নিয়েছেন বিজ্ঞানীরা।

এই মাছ পাঠানো হচ্ছে কক্ষে। সেখানে ঘুরপাক খাবে সেগুলি। সেই মাছের পরিবর্তন ও মাছের ওপর প্রভাব পর্যালোচনা করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন মানবদেহে শূন্য মাধ্যাকর্ষণ ঠিক কীভাবে প্রভাব ফেলে নভশ্চরদের হাড়ের সমস্যা তৈরি করছে।

মাছগুলির জন্য একটি অ্যাকোয়ারিয়াম ইতিমধ্যেই মহাকাশে পাঠিয়েছে চিন। সেখানে মাছগুলির বড় হওয়া, তাদের খাওয়ার বন্দোবস্ত সবই থাকছে। মাছদের মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে খাওয়ার ব্যবস্থাও পাকা করেছে চিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: China