World

ভগবান বুদ্ধের কাছে মাইক বাজিয়ে টাকা আর প্রেমিকা চাইলেন যুবক

এমন কাণ্ড যে বাকি পুণ্যার্থীরা প্রায় ভুলতে বসলেন তাঁরা কেন এসেছেন! ওই তরুণ প্রচুর টাকা আর প্রেমিকা চাইলেন ভগবান বুদ্ধের কাছে। তাও আবার মাইক বাজিয়ে।

Published by
News Desk

এই বৌদ্ধমূর্তি দর্শন করার পাশাপাশি তাঁর কাছে অনেকেই হাজির হন মনের ইচ্ছা জানাতে। দূর দূরান্ত থেকে মানুষ হাজির হন সেখানে। ২৭ বছরের ওই তরুণও হাজির হয়েছিলেন।

২ হাজার কিলোমিটার দূরে থাকেন তিনি। সেই পথ অতিক্রম করেই হাজির হয়েছিলেন ২টি আবদার নিয়ে। যা তিনি ভগবান বুদ্ধকে জানাতে চান।

এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তাঁর চাওয়ার পদ্ধতি দেখে আঁতকে উঠলেন বাকি পুণ্যার্থীরা। কারণ ভগবান বুদ্ধের সুবিশাল মূর্তির সামনে পৌঁছে ওই যুবক একটি মাইকের মত যন্ত্রের সাহায্যে প্রবল আওয়াজে চারদিক কাঁপিয়ে ভগবান বুদ্ধের কাছে তাঁর মনোবাঞ্ছা প্রকাশ করলেন।

ওই যুবক জানালেন, তিনি জীবনে দরিদ্র হয়ে থাকতে চান না। তাই ভগবান বুদ্ধের কাছে তাঁর বিশাল অর্থের প্রয়োজন নেই তবে তাঁকে ১০ মিলিয়ন ইউয়ান পাইয়ে দিলেই হবে। প্রসঙ্গত ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ১২ কোটি টাকার মত।

সেইসঙ্গে ওই যুবকের দ্বিতীয় মনোবাঞ্ছা হল তাঁর একটাও প্রেমিকা নেই। তাই তাঁর একজন সুন্দরী প্রেমিকা চাই। যিনি তাঁর ওই ১০ মিলিয়ন ইউয়ান নয়, তাঁকে ভালবাসবেন।

এই ২ ইচ্ছা মাইকে চিৎকার করে বলার দরকার কি ছিল? ওই যুবকের মনে হয়েছে যে এভাবে আওয়াজ হলে তা ভগবান বুদ্ধের কানে ঠিকঠাক পৌঁছবে।

এই ঘটনায় হাসির রোল উঠেছে গোটা চিন জুড়ে। চিনের সিচুয়ান প্রদেশের লেসানে লেসান জায়ান্ট বুদ্ধর সামনে তাঁর এই ইচ্ছা চিৎকার করে জানিয়ে এসেছেন ওই যুবক।

Share
Published by
News Desk
Tags: China

Recent Posts