Health

কতক্ষণ মোবাইলে কথা বললে রক্তচাপ বাড়বে জানলে অবাক হবেন

১ সপ্তাহে মানুষ কত মিনিটের বেশি মোবাইলে কথা বললে তাঁর রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা বাড়ে। তার চেয়ে বেশি কথা মানে আবার হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাওয়া।

Published by
News Desk

এখন গোটা বিশ্ব মোবাইল ফোন ছাড়া এক পাও এগোতে পারেনা। সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলে দীর্ঘ সময় ফোন করে কাটে মানুষের। তাতে যেমন থাকে অফিসের ফোন, কাজের ফোন, তেমন থাকে পরিবার বন্ধু বান্ধবের ফোন।

সব মিলিয়ে ১ সপ্তাহে অর্থাৎ সেই ৭ দিনে একজন মানুষ মোট মোবাইলে ফোন করে কতটা সময় কাটাচ্ছেন তার ওপর নির্ভর করে তাঁর রক্তচাপ বৃদ্ধি বা হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধির প্রসঙ্গটি। এ বিষয়ে গবেষণা করে যে তথ্য চিনের সাদার্ন মেডিক্যাল ইউনিভার্সিটি-র গবেষকেরা জানিয়েছেন তাতে রাতের ঘুম উড়তে পারে।

গবেষকেরা জানাচ্ছেন, ১ সপ্তাহে কোনও মানুষ যদি ৩০ মিনিটের বেশি সময় মোবাইল ফোনে কথা বলেন তাহলে তাঁর রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা ১২ শতাংশ বৃদ্ধি পায়। তারপর যত বেশি সময় কথা, ততই ঝুঁকির শতাংশ বাড়তে থাকে। আবার খুব বেশি কথা বললে হৃদরোগের সম্ভাবনা থেকে যায়।

গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন থেকে স্বল্প লেভেলের রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি বিচ্ছুরণ হয়। যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে।

তবে গবেষকেরা এটাও জানিয়েছেন ৩০ মিনিটের কম যাঁরা সপ্তাহে মোবাইলে কথা বলেন তাঁদের এই ঝুঁকি অনেকটা কম। কিন্তু বাস্তব তো সকলের জানা।

এমন মানুষ খুঁজে মেলা ভার যিনি ১ সপ্তাহে ৩০ মিনিটের কম সময় মোবাইলে কথা বলেন। ১ সপ্তাহ তো দূর, এক দিনে ৩০ মিনিটের কম মোবাইল ফোনে কথা বলেন এমন মানুষই খুঁজে পাওয়া দুষ্কর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts