World

৬২ তলা বাড়ির ছাদে স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু চিনা সুপারম্যানের

Published by
News Desk

কথা দিয়েছিলেন ‘চিনের সুপারম্যান’ ওয়ু ইয়ংনি এটাই হবে জীবনের শেষ স্টান্ট। সেই প্রতিশ্রুতি যে তিনি নিজের জীবন দিয়ে পূরণ করবেন তা বোধহয় কল্পনাতেও ভাবেননি কেউ। গত নভেম্বরে চিনের হুনান প্রদেশের একটি গগনচুম্বী বহুতলে জীবনের শেষ ঝুঁকিপূর্ণ কেরামতি দেখাতে গিয়ে করুণ মৃত্যু হয় ২৬ বছরের অসমসাহসী যুবক ওয়ুর। সম্প্রতি দুঃসাহসী ওই স্টান্টম্যানের মর্মান্তিক মৃত্যুর খবর চিনের সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন ওয়ুর প্রেমিকা।

প্রতিবারের মতো এবারেও কোনোরকম সুরক্ষা ছাড়াই আত্মবিশ্বাসী ওয়ু ৬২ তলা বাড়ির ছাদের দেওয়াল ধরে রক্ত হিম করা স্টান্ট দেখাচ্ছিলেন। এই বিপজ্জনক খেলার জন্য তিনি পেতেন ১৫ হাজার ডলার। ইচ্ছা ছিল, ওই টাকায় অসুস্থ মায়ের চিকিৎসা করাবেন। আর নিজের ভালোবাসার মানুষের সঙ্গে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সেই স্বপ্ন চিরতরে থমকে গেল চিনের জনপ্রিয় অকুতোভয় স্টান্টম্যান ওয়ুর অকালমৃত্যুতে।

Share
Published by
News Desk