SciTech

বাদুড় নয়, করোনা ছড়ানোর জন্য অন্য এক প্রাণিকে কাঠগড়ায় চাপালেন গবেষকেরা

করোনা ছড়াল কীভাবে? তা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। চিন থেকে বাদুড়ের হাত ধরে ছড়িয়েছে বলে যে দাবি শোনা যায় তাও এখন অন্য প্রাণিতে বদলাল।

Published by
News Desk

বিশ্বকে স্তব্ধ করে দেওয়া করোনা এল কোথা থেকে? এই প্রশ্নের এখনও কোনও নিশ্চিত উত্তর মেলেনি। তবে করোনা ছড়ানোর পর ধারনা করা হয় চিনেই উহানের একটি বাজার থেকে করোনা ছড়ায়। বাদুড়ের হাত ধরেই করোনা সংক্রমিত হয় মানবদেহে। তারপর তা হুহু করে ছড়াতে থাকে।

সেই তত্ত্ব ছাড়াও আরও একটি বিষয় পরে সামনে আসে যে হতে পারে চিনের উহানের একটি গবেষণাগার থেকে করোনা ভাইরাস আচমকা ছড়িয়ে পড়ে। তারপর তা আগুনের মত গ্রাস করতে থাকে মানবদেহ। বাকিটা সকলের জানা।

কিন্তু বাদুড় না গবেষণাগার, কোনওটি নিয়েই এখনও নিশ্চিত কোনও সিলমোহর পড়েনি। এরমধ্যেই এবার স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের একদল গবেষক দাবি করলেন বাদুড় নয় চিনের উহানেই ব়্যাকুন কুকুরের হাত ধরে করোনা ছড়িয়ে পড়ে।

সিফুড মার্কেট, প্রতীকী ছবি

চিনা প্রশাসন অবশ্য উহানের বাজার থেকে করোনা ছড়ানোর প্রসঙ্গ নিয়ে তোলপাড় শুরু হতেই সেই বাজার বন্ধ করে দেয়।

কিন্তু ২০২০ সাল থেকে সেই বন্ধ বাজারের বিভিন্ন কোণা থেকে নমুনা সংগ্রহ করেন গবেষকেরা। সেখানে বাজারের দেওয়ালে লেগে থাকা বস্তু থেকে শুরু করে খাঁচার মধ্যে থেকে নমুনা সংগ্রহ কিছুই বাদ ছিলনা।

অবশেষে সেই সব নমুনা পরীক্ষার পর গবেষকদের নতুন দাবি, বাদুড় নয়, চিনের উহান বাজারের এই ব়্যাকুন কুকুরই করোনা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk