পাখনা থেকে হাতে বিবর্তন, ছবি – সৌজন্যে – শিকাগো বিশ্ববিদ্যালয়
মস্তিষ্কের কারণে মানুষ প্রাণিকুলের সবচেয়ে উপরে স্থান পেয়েছে। আর সেই মস্তিষ্কের বিকাশেও হাতের ভূমিকা রয়েছে। কিন্তু মানুষের যে হাত তাকে একেবারে আলাদা অস্তিত্ব দিয়েছে তার উৎপত্তি হয়েছে বিবর্তনের মাধ্যমে। অন্তত একদল গবেষক সেটাই দাবি করছেন।
গবেষণায় দেখা গেছে ৩৬ কোটি বছর আগে মাছ ডাঙায় উঠতে শিখেছিল। তখন পাখনা থেকে পা গজানো শুরু হয়। এরপর সেই পায়ে আঙ্গুলও তৈরি হয়। এর সত্যতা প্রমাণ করতে বিজ্ঞানীরা বহু বছর ধরেই বিভিন্ন জীবাশ্ম, মাছ ও স্থলচর প্রাণির ভ্রূণের গঠন পরীক্ষা করে চলেছেন।
আমেরিকার একটি ইন্সটিটিউটের গবেষকেরা বিশেষ পরীক্ষা করেন। ডিএনএ কাটা ছেঁড়ার এই পরীক্ষায় তাঁরা দেখেন শরীরে অনন্তকাল ধরে যেসব জিন উপস্থিত ছিল সেগুলিরই কিছু অংশ বদলে গিয়ে অঙ্গের বিবর্তন হয়েছে।
গবেষকেরা জানান ভ্রূণের মধ্যে সবরকমের জিন থাকে। নতুন কোষ তৈরি হলে তারাও উত্তরাধিকার সূত্রে ওই পুরনো জিনই পায়। সেই জিনের সক্রিয়তার কারণেই শরীরে নানা অঙ্গ তৈরি হতে পারে। এভাবেই গবেষকরা দেখিয়েছেন মানুষের হাতও মাছের পাখনা থেকেই এসেছে।
গবেষণায় দেখা গেছে জেব্রাফিশ এবং স্তন্যপায়ী প্রাণিদের শরীরে একই জিনসেট আছে। কারণ উভয়ের পূর্বপুরুষ এক। ৪০ কোটি বছর আগে এই মাছের অস্তিত্ব ছিল। তাই পাখনা থেকে হাত তৈরির এই তত্ত্বকে প্রতিষ্ঠা করতে বিজ্ঞানীরা জেব্রাফিশের ভ্রূণ নিয়ে পরীক্ষা করেন।
সেই পরীক্ষায় প্রমাণিত হয় এই মাছটি যখন থেকে ডাঙায় ওঠে তখন থেকেই তার পাখনা হাত পায়ে বদলে যায়। মানুষ এবং জেব্রাফিশের পূর্বপুরুষ এক হওয়ায় স্বাভাবিক ভাবে তাদের জিনও এক হবে। ফলে পুরনো জিনই ভোল পাল্টে মানুষের হাত, পা বানিয়েছে। এমনই দাবি করেছেন গবেষকেরা।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…