World

হাসপাতালে ঢুকে প্রেমিকাকে গুলি, মৃত ৪

Published by
News Desk

স্থানীয় সময় তখন বিকেল ৩টে। আচমকাই শিকাগোর মার্সি হাসপাতালের পার্কিং জোনে ঢুকে পড়ে এক ব্যক্তি। সেখানে ২ মহিলা উপস্থিত ছিলেন। একজন চিকিৎসক ও একজন হাসপাতাল কর্মী। এই ২ মহিলার মধ্যে ১ জনের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ছিল। ২ মহিলাকেই গুলি করে ওই ব্যক্তি। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

দ্রুত সেখানে হাজির হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ। এই গুলি যুদ্ধে আরও ২টি মৃত্যু হয়। এক পুলিশ আধিকারিকের বন্দুকবাজের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়। অন্যদিকে ওই বন্দুকবাজেরও গুলিতে মৃত্যু হয়। তবে সে পুলিশের গুলিতে মারা গেছে, নাকি সে নিজেই নিজেকে গুলি করে তা পরিস্কার নয়। এদিকে হাসপাতালে গুলির লড়াইয়ের শব্দ পান রোগীরাও। ফলে আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts