Entertainment

এবার দূরদর্শনেও দেখা যাবে ছোটা ভীম

দূরদর্শনে লকডাউনের সময় একের পর এক পুরনো জনপ্রিয় সিরিয়াল ফের সম্প্রচারিত হচ্ছে। সম্প্রচারিত হচ্ছে রামায়ণ, মহাভারত-এর মত সিরিয়ালও।

Published by
News Desk

ছোটদের জন্য জনপ্রিয় চরিত্রের অভাব নেই। তারমধ্যে একটি অতি জনপ্রিয় চরিত্র হল ছোটা ভীম। কোনও বিদেশি অতিমানব চরিত্র নয়। একদম ভারতীয় ঘরানার একটি ছোট্ট ছেলের অসামান্য সব কীর্তি নিয়ে তৈরি হয়েছে ছোটা ভীম। যার সাঙ্গপাঙ্গরা হল চুটকি, রাজু। আর আছে জগ্গু নামে একটি বাঁদর।

সেইসঙ্গে ভীমের সঙ্গে দারুণ বন্ধুত্ব হল ঢোলকপুরের রাজকন্যা ইন্দুমতীর। আর আছে কালিয়া, ঢলু, ভলু। সব মিলিয়ে এরাই জব্দ করে দুষ্টুদের। পোগো চ্যানেলে মূলত সম্প্রচারিত হয় ছোটা ভীম। কিন্তু সেই ছোটা ভীম এবার দেখা যাবে দূরদর্শনে।

দূরদর্শনে লকডাউনের সময় একের পর এক পুরনো জনপ্রিয় সিরিয়াল ফের সম্প্রচারিত হচ্ছে। সম্প্রচারিত হচ্ছে রামায়ণ, মহাভারত-এর মত সিরিয়ালও।

এবার ছোটদের কথা মাথায় রেখে দেশের অন্যতম জনপ্রিয় ছোটদের চরিত্র ছোটা ভীম দেখানোর সিদ্ধান্ত নিল দূরদর্শন। তবে তা দেখানো হবে ৩ মে পর্যন্ত। অর্থাৎ বর্ধিত লকডাউনের সময়কাল শেষ হলে দূরদর্শন বন্ধ করবে ছোটা ভীমের সম্প্রচার। তখন যেমন তা পোগো-তে দেখা যাচ্ছিল তেমনই দেখা যাবে।

দূরদর্শনে ছোটা ভীম দেখানো মানে কিন্তু দেশের আরও বেশি সংখ্যক শিশুর কাছে তা পৌঁছে যাওয়া। দূরদর্শনের সঙ্গে এমন একটি যৌথ উদ্যোগে যেতে পেরে খুশি ওয়ার্নার মিডিয়া। ছোটা ভীম শুরু হলে দেশের কোণায় কোণায় থাকা শিশুরা এই সিরিয়াল দেখতে পারবে।

দূরদর্শনের জন্য কোনও আলাদা করে অর্থ প্রদান করতে হয়না। কিন্তু পোগো দেখতে গেলে দিতে হয়। দূরদর্শনে ছোটা ভীম তাই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। ছোটদেরও লকডাউনে সময় কাটবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Chhota Bheem

Recent Posts