Entertainment

নিজের ঘরটুকুও পরিস্কার করতে জানেননা তিনি

Published by
News Desk

নিজের ঘর কীভাবে সাফ করতে হয় তা কোনও মেয়েকে শেখাতে হয়না। তারা নিজে থেকেই এটা শিখে ফেলেন। কিন্তু তাঁর তা জানা নেই। ঘর অগোছালো থাকলেও তিনি জানেন না কীভাবে সেটাকে একটু গুছিয়ে নিতে হয়। মা হয়েছেন। সন্তান বড় হচ্ছে। নিজের বয়স ৩৬-এ ঠেকেছে। স্বনামধন্য হয়েছেন। তারপরও এখনও তাঁর জানা নেই কীভাবে নিজের ঘরটা সাফ করতে হবে!

অকপটেই একথা স্বীকার করে নিলেন বিখ্যাত পপ গায়িকা শেরিল। শেরিল জানিয়েছেন ছোট থেকে এসব তাঁকে করতে হয়নি। আর ১৯ বছর বয়স থেকেই তিনি একটি পপ ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ঘর ছাড়া। অধিকাংশ জীবনটাই তাঁর কেটেছে হোটেলে হোটেলে। ব্যান্ডের সঙ্গে গান গেয়ে বেড়াতে হত তাঁকে। ফলে ঘরের কাজ, ঘর গোছানো এসব কিছুই শিখে ওঠা হয়নি।

৬ বছর হল তাঁর ব্যান্ড ভেঙে গিয়েছে। এখন তিনি নিজেই বিখ্যাত পপ গায়িকা। এক সন্তানের মা। কিন্তু এখনও অগোছালো ঘর গোছাতে দিলে তিনি পারেননা। তবে ঘর গোছাতে না পারলে কী হবে! তিনি রান্না করতে ভালবাসেন বলে জানিয়েছেন শেরিল। জানিয়েছেন রান্না করতে বসলে তিনি খুব রিল্যাক্স বোধ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk