দেশের এই শহরে রয়েছে ২ কুকুরের মন্দির, পিছনে রয়েছে চমকে দেওয়া কাহিনি
ভারতের কোণায় কোণায় বিস্ময় ছড়িয়ে আছে। যেমন এদেশেই রয়েছে ২ কুকুরের মন্দির। এখানে কুকুর পুজো পায়। পিছনে রয়েছে চমকপ্রদ কাহিনি।
ভারতের যে প্রান্তেই যাওয়া যাক না কেন বিস্ময় পিছু ছাড়ে না। দেশের কোণায় কোণায় আশ্চর্য ছড়িয়ে আছে। যেমন এ দেশেই রয়েছে কুকুরের মন্দির। যেখানে কুকুর পূজিত হয়। একটা নয়, এখানে রয়েছে ২টি কুকুরের মূর্তি। যাদের গোটা এলাকা পুজো করে। কারণ এলাকাবাসীর বিশ্বাস এই ২টি কুকুর গোটা এলাকাকে অশুভ থেকে রক্ষা করে। কোনও কুনজর এখানে পড়তে দেয়না।
এই কুকুরের মন্দির স্থাপনের পিছনেও রয়েছে এক কাহিনি। একসময় এখানে ২টি কুকুর বাস করত। একদিন তারা আচমকাই হারিয়ে যায়। কর্পূরের মত উবে যায়। তাদের আর কোনও খোঁজ মেলেনি। এর পর এলাকার জনৈক বাসিন্দার কাছে ঈশ্বরের স্বপ্নাদেশ আসে।
তাঁর দাবি, স্বপ্নাদেশে তাঁকে ওই হারিয়ে যাওয়া ২টি কুকুরের স্মরণে মন্দির স্থাপন করার নির্দেশ দেওয়া হয়। যাতে ওই গ্রাম সুরক্ষিত থাকে। ঈশ্বরের স্বপ্নাদেশ মেনে সেখানে তৈরি করা হয় ওই ২ কুকুরের মন্দির। যেখানে ২টি কুকুরের মূর্তিও স্থাপন করা হয়। শুরু হয় পুজো।
কর্ণাটকের চান্নাপাতনায় রয়েছে এই ডগ টেম্পল বা কুকুরের মন্দির। প্রতিবছর এই কুকুরের মন্দিরকে সামনে রেখে একটি উৎসবের আয়োজন হয়। যেখানে বাইরে থেকেও প্রচুর মানুষের সমাগম হয়।
তবে শুধু উৎসবের সময় বলেই নয়, সারাবছরই এই কুকুরের মন্দির দর্শন করতে দেশ বিদেশ থেকে পর্যটক হাজির হন এখানে। এখনে মানুষ ওই মন্দিরে অধিষ্ঠিত ২ কুকুরকে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পুজো করেন। বেঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির।













