SciTech

এবার চাঁদে নেমে শুধুই ঘোরা নয়, একদম অন্য পরিকল্পনা রয়েছে ইসরোর

চন্দ্রযান-৩-এর সাফল্য মহাকাশ বিজ্ঞানে ভারতকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এবার চন্দ্রযান-৪। তবে এবার আর রোভার কেবল চাঁদে ঘুরবে না। রয়েছে একদম নতুন পরিকল্পনা।

Published by
News Desk

চাঁদে পা রাখা হাতেগোনা দেশের তালিকায় ভারতের প্রবেশ। চাঁদের দক্ষিণ মেরুর এমন এক স্থানে অবতরণ যেখানে আগে কেউ রোভার গড়াতে পারেনি। এসব সাফল্যের পর এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৪ নিয়ে যথেষ্ট তৎপর।

২০৩০ সালে এই চন্দ্রযান-৪ মিশন করতে চাইছে তারা। তবে তা ঠিক চন্দ্রযান-৩-এর মত হবেনা। বরং আরও অনেক কিছু নতুন থাকবে সেখানে।

যেমন চন্দ্রযান-৩ দক্ষিণ মেরুর ৬৯.৩ ডিগ্রিতে অবতরণ করেছিল। ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে সেখানে চাঁদের মাটিতে চাকা গড়িয়েছিল রোভার প্রজ্ঞানের।

কিন্তু চন্দ্রযান-৪-এ একেবারে ঠিক করা স্থানেই অবতরণ করবে ভারতের ল্যান্ডার। আর তা হবে চাঁদের দক্ষিণ মেরুর একদম ৯০ ডিগ্রি বিন্দু।

এখানে অবতরণ করে সেখানে রোভার গড়িয়ে বেরিয়ে পড়া বা রোভারের পাঠানো তথ্য পাওয়াই শেষ নয়। চন্দ্রযান-৪-এ ভারত চাঁদ থেকে মাটি ও পাথর সংগ্রহ করে দেশে ফিরেও আসবে।

সেই নমুনা হাতে পাওয়ার পর তা পরীক্ষার সুযোগ পেয়ে যাবেন ভারতীয় বিজ্ঞানীরা। চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞানের চেয়ে ১২ গুণ বেশি হবে চন্দ্রযান-৪-এর রোভারের ওজন।

৩৫০ কেজি হবে তার ওজন। এই অভিযানের জন্য জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র সঙ্গে হাত মিলিয়ে কিছু কাজ সারতে চাইছে ইসরো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk