অবতরণের পর চন্দ্রযান-৩-এর পাঠানো ছবি, ছবি – সৌজন্যে – এক্স – @isro
বুধবার বিকেলে ভারতের ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে সফলভাবে নামার পর ভারত মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে চতুর্থ দেশ হিসাবে নাম তুলে ফেলল, যারা চাঁদের মাটিতে পা রাখার বিরল সাফল্য অর্জন করল। সেটা যেমন সত্যি তেমন একটি ক্ষেত্রে কিন্তু ভারত প্রথম দেশও হল। যা বিশ্ব ইতিহাস চিরদিন মনে রাখবে।
চাঁদের দক্ষিণ মেরুতে কখনও কোনও দেশের যান অবতরণ করতে পারেনি। ভারতই সেই দেশ যারা প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে পারল। প্রধানমন্ত্রীও ভারতের সফল অবতরণের পর বার্তা দিতে গিয়ে সেকথা মনে করিয়ে দেন।
চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল কিন্তু সে অর্থে অনেকটাই অজানা। সেখানে মাটি পরীক্ষা করতে পারলে অনেক এমন তথ্য পাওয়া যেতে পারে যা এই সৌরমণ্ডলের জন্ম রহস্য ভেদেও সাহায্য করতে পারে।
আবার এমনও খনিজের সন্ধান দিতে পারে সেই অংশ যা বিজ্ঞানীদের চমক দিতে পারে। ফলে চাঁদের অচেনা দক্ষিণ মেরুতে গুটি গুটি পায়ে ঘুরে ভারতের প্রজ্ঞান রোভার যাই পাবে তা পৃথিবীতে প্রথম কোনও দেশ পাওয়ার যোগ্যতা অর্জন করবে।
চাঁদের অচেনা দক্ষিণ মেরু এখন ভারতের হাত ধরে অনেকটাই চেনা হবে বিশ্ব মহাকাশ গবেষণায়। যা আগামী দিনে চাঁদে মানুষের যাতায়াত অনেক সুগম করে দিতে পারে। এমনকি আগামী দিনে চাঁদ থেকেও অন্য কোথাও রকেট ছোঁড়ার রাস্তা খুলে দিতে পারে।
সহজ কথায় এক অজানা অচেনা ভাণ্ডার অপেক্ষা করছে চাঁদের দক্ষিণ মেরুতে। যে রহস্য ভেদের প্রথম দেশ হতে চলেছে ভারত।