SciTech

হাতে চাঁদ পাওয়ার উৎসাহে হাত ছাড়িয়ে ছুট দিল ল্যান্ডার

চাঁদকে খুব কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার তার চাঁদে পা রাখার পালা। সেই উৎসাহে এবার সে হাত ছড়িয়ে ছুট লাগাল চাঁদের পানে।

Published by
News Desk

হাতে চাঁদ পেতে আর তর সইছে না যেন! পারলে যেন এখনই নেমে পরে চাঁদের বুকে। তবে নামতে হবে নিয়ম মেনেই। নাহলে সব ভণ্ডুল! তীরে এসে তরী ডুববে। ভারতের চন্দ্রযান-৩ এখন চাঁদের খুব কাছে পৌঁছ গেছে। চাঁদকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে চলেছে। সেভাবেই আরও কাছে এগিয়ে চলেছে।

তবে যে যান এতদিন ধরে চাঁদের বুকে পা রাখতে চলা ল্যান্ডার এবং তার পেটে থাকা চাঁদের বুকে ঘুরে বেড়ানো রোভারকে চাঁদের এত কাছে পৌঁছে দিল তার থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার।

বৃহস্পতিবার একদম নিয়ম মেনেই বিক্রম আলাদা হয়েছে। এবার এই ল্যান্ডারই রোভারকে পেটে নিয়ে চাঁদের দিকে এগিয়ে যাবে। অবশেষে পা রাখবে চাঁদে।

অন্যদিকে যে চন্দ্রযান ল্যান্ডারকে এতদূর পৌঁছে দিল তার হাত ছাড়লেও সে ঘুরবে চাঁদের চারধারেই। ল্যান্ডার চাঁদে নামবে আর তাকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়া যন্ত্র বা প্রপালশন মডিউল চাঁদের চারধারে প্রদক্ষিণ করতে থাকবে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর।

আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের বুকে পা রাখার কথা ভারতের ল্যান্ডার বিক্রমের। গতবার চন্দ্রযান-২-এর ক্ষেত্রে চাঁদে নামার কয়েক মুহুর্ত আগে হারিয়ে যায় ল্যান্ডার। ভেঙে পড়ে চাঁদের বুকে। তাই এবার অনেক বেশি সতর্ক ইসরোর বিজ্ঞানীরা। এবার ভারত এখন হাতে চাঁদ পাওয়ার অপেক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk