SciTech

বিক্রমের সঙ্গে সংযোগ সৃষ্টির আপ্রাণ চেষ্টা করছে ইসরো

Published by
News Desk

ল্যান্ডার বিক্রমের যে ছবি অরবিটার পাঠিয়েছে তা থেকে বিক্রমের সঠিক অবস্থান সম্বন্ধে জানতে পেরেছে ইসরো। তাদের কাছে বিক্রমের পজিশন স্পষ্ট। ঠিক চাঁদের কোনখানে তা রয়েছে তা তাদের কাছে এখন পরিস্কার। কার্যত ট্যুইট করে একথা জানিয়েছে ইসরো। পাশাপাশি বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হয়নি বলেও জানিয়েছে তারা। তবে বিক্রম ঠিক কী অবস্থায় রয়েছে তা পরিস্কার করেনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরো। কোনও রাস্তা বাকি রাখছেন না ইসরোর বিজ্ঞানীরা। তবে এখনও অধরা বিক্রমের সিগনাল। এদিকে ১৪ দিনই চাঁদে সূর্যের আলো থাকবে। তারপর ফের অন্ধকার ১৪ দিন। এই পরিস্থিতিতে ১৪ দিনের আয়ু নিয়ে সেখানে পৌঁছেছিল বিক্রম ও রোভার প্রজ্ঞান। ফলে যা করার এই ১৪ দিনেই করতে হবে।

বিক্রম যে চাঁদে হার্ড ল্যান্ডিং করেছে তা জানিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। কিন্তু তিনি এটা পরিস্কার করেননি চাঁদের বুকে নামার পর বিক্রমের কোনও ক্ষতি হয়েছে কিনা। হয়তো তা এখনও ইসরোর কাছেই পরিস্কার নয়। যদিও অনেক বিশেষজ্ঞ বলছেন, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম হওয়ায় একদম আছড়ে তার ওপর পড়া মুশকিল। এখন বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন হলেই পরিস্কার হয়ে যাবে ঠিক কী ঘটেছিল গত ৭ সেপ্টেম্বর রাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts