চাহত পাণ্ডে, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @chahatpandey_official
ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠলে কার্যত তাঁর জনপ্রিয়তা মানুষের রান্নাঘরেও পৌঁছে যায়। তিনি সেই সাফল্য পেয়েছিলেন খুব কম সময়ে। ছোটপর্দায় তাঁকে দেখতে মানুষ ভালবাসেন। তাঁর অভিনয় দেখতে পছন্দ করেন।
রূপোলী দুনিয়ায় তাঁর এই সাফল্য তাঁকে অভিনয়ের কেরিয়ারের শিখরে পৌঁছে দিয়েছিল। ফলে এখন তাঁর চুটিয়ে অভিনয় করার কথা। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন আচমকাই সেসব ছেড়ে ছুড়ে তিনি যোগ দিলেন সক্রিয় রাজনীতিতে।
তাঁর ৭ বছরের অভিনয় জীবনে তিনি পবিত্র বন্ধন, হামারি বহু সিল্ক সহ অনেকগুলি জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ চাহত পাণ্ডে এবার যোগ দিলেন আম আদমি পার্টি-তে।
মধ্যপ্রদেশের দামোহ নামে একটি স্বল্প পরিচিত এলাকা থেকে উঠে আসা চাহত সেই সময় আপ-এর সঙ্গে যুক্ত হলেন যখন মধ্যপ্রদেশের নির্বাচন আসন্ন। মনে করা হচ্ছে আপ-এর দামোহ থেকে প্রার্থী হতে পারেন চাহত।
আপ নেতা সন্দীপ পাঠক চাহতকে দলে স্বাগত জানান। চাহত জানিয়েছেন, আপ যা বলে তাই করে বলে তিনি মনে করেন। তাই এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। পিছনে ফেলে এলেন তাঁর অভিনয় জীবন।
দিল্লি ও পঞ্জাবে সরকার গড়ার পর এখন আম আদমি পার্টির পরবর্তী লক্ষ্য মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সরকার গড়ার লড়াইতে যে তারা জনপ্রিয় মুখ কাজে লাগাতে চাইছে তা ঠিক ভোটের আগেই চাহত পাণ্ডের যোগদান থেকে স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা