National

সিবিএসই-তে ৫ নয়, ৬ বিষয় বাধত্যমূলক করল বোর্ড

Published by
News Desk

সিবিএসই বোর্ডের আওতায় ছাত্রছাত্রীদের এতদিন দশম শ্রেণির পরীক্ষায় বসতে হত ৫টি বিষয়ে। ২টি ভাষা, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান। আরও একটি ভোকেশনাল সাবজেক্ট বা বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ার সুযোগ ছিল। তবে তা বাধ্যতামূলক ছিলনা। ছিল ঐচ্ছিক। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ বিষয় হিসাবে একটি বৃত্তিমূলক বিষয় ছাত্রছাত্রীদের বেছে নেওয়া বাধ্যতামূলক করল বোর্ড। আপাতত ১৩টি বৃত্তিমূলক বিষয় রয়েছে সিবিএসই-র। ডায়নামিক্স অফ রিটেলিং, ইনফরমেশন টেকনলজি, সিকিউরিটি, অটোমোবাইল টেকনোলজি, ইনট্রোডাকশন টু ফিনান্সিয়াল মার্কেট, ইন্ট্রোডাকশন টু ট্যুরিজম, বিউটি এন্ড ওয়েলনেস, বেসিক এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, ফ্রন্ট অফিস অপারেশন, ব্যাঙ্কিং এন্ড ইনসিওরেন্স, মার্কেটিং এন্ড সেলস এবং হেলথ কেয়ার সার্ভিসেস। এবার থেকে এগুলির মধ্যে একটি বেছে নিতেই হবে। পরীক্ষায় অঙ্ক, বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের কোনওটায় অকৃতকার্য হলে ষষ্ঠ বিষয়ের সঙ্গে তা বদলে নেওয়া হবে। তাতে ফেলের ভয়টা থাকবেনা। বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরের। যারমধ্যে স্কুল নেবে ৫০ নম্বর ও বোর্ড নেবে ৫০ নম্বর।

 

Share
Published by
News Desk