National

পাঠ্যপুস্তকে নারী দেহের কুরুচিকর মাপজোক, এফআইআর করল বোর্ড

Published by
News Desk

মেয়েদের শরীরের সবচেয়ে ভাল গঠনের মাপ হল ৩৬-২৪-৩৬। কোনও চটুল উক্তি নয়। দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে এমন লাইন নিয়ে তোলপাড় শিক্ষামহল। সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির জন্য নিউ সরস্বতী হাউস প্রাইভেট লিমিটেডের থেকে প্রকাশিত পাঠ্যপুস্তকটির লেখক অধ্যাপক ভি কে শর্মা। কিন্তু কোনও পাঠ্যপুস্তকে এমন কুরুচিকর স্ট্যাটিস্টিক্স নিয়ে বেজায় চটেছে বোর্ড। বোর্ডের দাবি, দ্বাদশ শ্রেণির জন্য তাঁরা যে বইয়ের তালিকা ছাত্রছাত্রীদের দেন তাতে এই বইটির উল্লেখ নেই। কিন্তু তবুও পাঠ্যপুস্তক তো! প্রবল অস্বস্তিতে পড়ে প্রকাশনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তারা। বোর্ডের নিজের তরফেও একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করা হচ্ছে।

 

Share
Published by
News Desk