National

সিবিএসই দশম ও দ্বাদশে ছাত্রীদের দাপট, দ্বাদশে ৫০০-তে ৫০০ পেয়ে প্রথম ২ ছাত্রী

সিবিএসই পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। এবার সিবিএসই পরীক্ষার দশম ও দ্বাদশের ফলে দাপট দেখাল ছাত্রীরা। ছাত্রদের টেক্কা দিল তারা।

Published by
News Desk

সিবিএসই পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। দশম শ্রেণিতে পাশের হার ৯৪.৪০ শতাংশ। পাশের হারে ১.৪১ শতাংশে ছাত্রদের পিছনে ফেলেছে ছাত্রীরা। দশমে ৯৫ শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ৬৪ হাজার ৯০৮ জন ছাত্রছাত্রী। ৯০ শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ২ লক্ষ ৩৬ হাজার ৯৯৩ জন ছাত্রছাত্রী।

একইসঙ্গে দশমের পাশাপাশি দ্বাদশ শ্রেণির সিবিএসই-র ফলও এদিন প্রকাশিত হয়েছে। মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ৯৫ শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ৩৩ হাজার ৪২৩ জন ছাত্রছাত্রী। অন্যদিকে ৯০ শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ১ লক্ষ ৩৪ হাজার ছাত্রছাত্রী। এবার দ্বাদশেও ছাত্রীরা ছাত্রদের টেক্কা দিয়েছে।

যদিও এবার সিবিএসই বোর্ড কোনও মেধাতালিকা প্রকাশ করেনি। তবে দ্বাদশে ২ জন যুগ্মভাবে প্রথম হয়েছে। ২ জনের প্রাপ্ত নম্বরই মোট ৫০০ নম্বরের মধ্যে ৫০০। অর্থাৎ ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে ২ জন।

এদের মধ্যে একজন নয়ডার যুবাক্ষী ভিজ। স্থানীয় একটি বেসরকারি স্কুলের ছাত্রী যুবাক্ষীর বিষয় ছিল ইতিহাস, ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং অঙ্কন বিদ্যা। অন্যজন বুলন্দশহরের তানিয়া সিং। সে দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী।

প্রথম স্থানে থাকা ২ ছাত্রীর পর তাদের পিছনেই রয়েছে আরও ৩ ছাত্রী। যারা ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে। এরা হল দীপিকা বনসল, রাধিকা আগরওয়াল এবং ভূমিকা গুপ্তা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk