National

সিবিএসই দশমে ছেলেদের টেক্কা দিল মেয়েরা, প্রথম স্থানে ১৩ জন

Published by
News Desk

কদিন আগেই সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে ছাত্রদের চেয়ে ছাত্রীদের ফলাফল অনেকটাই ভাল। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ৫ জনই ছাত্রী। সার্বিকভাবেও ছাত্রীদের পাশের হার ছাত্রদের চেয়ে অনেকটা বেশি। দ্বাদশে সেই ফলাফল সামনে আসার পর এবার সিবিএসই দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলে মেয়েদের জয়জয়কার।

মেয়েদের পাশের হার যেখানে ৯২.৪৫ শতাংশ, সেখানে ছাত্রদের পাশের হার ৯০.১৪ শতাংশ। ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের পাশের হার ৯৪.৭৪ শতাংশ। সার্বিকভাবেও পাশের হার গত বছরের তুলনায় এবার বেড়েছে। এবার পাশের হার ৯১.১০ শতাংশ।

৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৯ নম্বর পেয়ে ১৩ জন এবার প্রথম স্থান দখল করেছে। ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ২৪ জন ছাত্রছাত্রী। ৪৯৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৫৮ জন ছাত্রছাত্রী। জোন হিসাবে সবচেয়ে সফল ত্রিবান্দম জোন। এখানে পাশের হার ৯৯.৮৫ শতাংশ। দ্বিতীয় স্থানে চেন্নাই জোন। পাশের হার ৯৯ শতাংশ। এবার মোট ১৭ লক্ষ ছাত্রছাত্রী দেশ জুড়ে পরীক্ষায় বসেছিল। সিবিএসই দশমের ফল ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।

এদিন ফলাফল প্রকাশের পর সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের পরীক্ষায় বসেছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়েও। এদিন ছিল মায়ের ভাগ্য পরীক্ষা। কারণ পঞ্চম দফায় আমেঠিতে ভোটগ্রহণ ছিল। সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। তিনি ট্যুইট করে জানান তাঁর মেয়ে এবার সিবিএসই দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসেছিল। স্মৃতি কন্যা জোইস পেয়েছে ৮২ শতাংশ নম্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk